আর লেকে বেড়ানোতো আছেই। ইন্জিন বোট নিয়ে বের হয়ে যান শুভলং এর পথে।চারিদিকে পানি আর পানি। আর মাঝে মাঝে ভেসে থাকা পাহাড়।এক সময় পোছেযাবেন শুভলং এর পাহাড়ী ঝর্ণায়। ভালো লাগবে, অনেক ভালো লাগবে।ফিরে আসার সময় ফেদুয়া টিং টিং এ নামার কথা ভুলবেননা? এটা একটা রেস্তোরা, লেকের মধ্যে পাহাড়ের উপর। হরেক রকম খাওয়া আছে । বাঁশের মধ্যে পাক করা মুরগীর মাংশ খেতে ভুলবেননা।






সকালে হালকা কুয়াসার মধ্যে



