বাংলাদেশের সবচাইতে সুন্দর ঝর্না গুলির একটি রাইক্ষ্যং ঝর্নার অবস্থান রাঙামাটির বিলাইছড়ী তে, কিন্তু যেতে হয় বান্দারবান হয়ে।
রাইক্ষ্যং ঝর্না যাবার অনেক গুলো রুট আছে। আমাদের যাবার সময় রুট ছিল বগা লেক > হারমুন পাড়া > মুরং পাড়া > মেনতক পাড়া > পুকুরপাড়া। আর ফেরার সময় আনন্দ পাড়া > সাইকট পাড়া > হারমুন পাড়া হয়ে বগা লেক। এছাড়াও মংপ্রুপাড়া > পলিপ্রাংশ্যাপাড়া হয়ে অথবা বগামুখ পাড়া > ইনুপাড়া হয়েও পুকুরপাড়া যাওয়া যায়।
পুকুরপাড়া যাওয়ার ট্রেইল অবর্ণনীয় সুন্দর! বগালেক থেকে সকাল সকাল ট্রেকিং শুরু করলে বিকাল বা সন্ধ্যা নাগাদ পুকুরপাড়া পৌঁছে যাওয়া যায়। রাতে পুকুরপাড়া অথবা রাইক্ষ্যংপাড়া (প্রাঞ্জ্যংপাড়া নামেও পরিচিত) তে থাকা যায় । রাইক্ষ্যং লেক এর এক পাশে পুকুরপাড়া ও অন্যপাশে রাইক্ষ্যংপাড়া। এক পাড়া থেকে আর এক পাড়া মাত্র ১৫-২০ মিনিট এর হাঁটা পথ।
পরদিন সকাল বেলা চলে যাবেন রাইক্ষ্যং ঝর্না। পুকুরপাড়া থেকে বড়জোর ১ ঘণ্টা লাগবে পৌছাতে। সারাদিন ঝর্না তে কাটিয়ে বিকাল এ পুকুরপাড়া ফিরে পরদিন ভোরে ফিরতি পথ ধরতে পারেন।
একটাই অনুরোধ যেখানেই যানঃ পরিবেশ এর ক্ষতি হয় এমন কিছু ফেলবেন না। আমরা অনেকেই চলার পথে বা ঝিরিতে বিশ্রাম নেবার সময় চিপস, বিস্কুট, চকলেট, সালাইনের প্যাকেট ফেলে আসি। এমনটি যাতে না হয় লক্ষ রাখবেন দয়া করে।
সূত্র:
https://www.facebook.com/BDTour.info
Click This Link