রি-পোষ্ট
আজ দুপুরে হাঠাৎ ঝুম বৃষ্টি, নিজেকে আর সামলাতে না পেরে ছাদে গেলাম, বেশ কিছক্ষন ভেজার পর চোখে পোরলো আমার মতই বৃষ্টি ভেজা একটা কাক, মনে হচ্ছিল আমার সাথে কোথাও তার একটা মিল আছে।
আর সেই মিলটা আপনাদের সামনে তুলে ধরলাম-
বৃষ্টি ভেজা কাক
বৃষ্টি ভেজা কাক, আমি বৃষ্টি ভেজা কাক।
চোখের কোনের স্বপ্ন-ভাঙ্গা, কষ্টে জমা -
লোনা জলের চোরা বালু, বৃষ্টিতে ধুয়ে যাক।
আমি বৃষ্ট-ভেজা কাক।।
ভালবাসার প্রতিদানে, অবহেলার প্রবাল-দ্বিপে
বৃষ্টি ধুয়ে যাক।
মিথ্যে আশার মরিচিকা, ভ্রান্ত পথে ছুটে চলা
তোমায় পাবার স্বপ্ন যেমন,
কষ্ট জমে, নিজের কাছেই থাক।
আমি, বৃষ্টি ভেজা কাক।
অপবদের গ্লানীগুলো দূর আকাশে ,
উড়বে যেদিন, রংঙিন ডানা মেলে,
রইবো না আর তোমার পথচেয়ে।
নতুন করে বাচবো আমি, কষ্ট গুলো ভুলে।।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ রাত ১২:২৯