জানতে চাই আমি ভালবাসা কি
ভালবাসা হলো কিছু পাবার প্র্তীক্ষা,
ভালবাসা হলো, আধাঁর রাতে তারার আলোয়ে পথ চেনা।
ভালবাসা হলো, সুনিলের বিশ্ব-সংসারে তন্য তন্য করে খোজা নীল পদ্ম,
যার পাপড়ীগুলোতে আঁকা নতুন করে বাচার স্বপ্ন।
ভালবাসা হলো, কন্ডেম-সেলে বন্দি কয়েদির অপলক চোখে দেখা-
একচিলতে ভোরের রোদ।
ভালবাসা হলো, খুধা্র্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নেয়ের ক্রধ।
ভালবাসা হলো, তপ্ত মরূর বুকে এক... বাকিটুকু পড়ুন
