
বড়ো নাক নিয়ে নাক গলানোর চেয়ে বাড়তি এক সুবিধার কথাই সম্প্রতি জানিয়েছেন মার্কিন গবেষকরা। তারা জানিয়েছেন, বড়ো নাকেই সুবিধা বেশি। বড়ো নাক প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে অনেক রোগ থেকেই সুরক্ষা দেয়। বড়ো নাকে শ্বাস নিলে দেহে অন্তত ৭ ভাগ দূষিত পদার্থ কম ঢোকে। এমনকি মুখ দিয়ে জীবাণু প্রবেশের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় বড় নাক। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আইওয়া সম্প্রতি নাক নিয়ে একটি গবেষণা চালিয়েছে। গবেষণায় জানা গেছে, বড়ো নাক সর্দি বা ঠান্ডা লাগা, ফ্লু ভাইরাস এবং হে-ফিভার কমাতে পারে। যতো বড়ো নাক ততোই নাকি বেশি সুবিধা! কারণ শারীরিক দিক থেকে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে বড় নাক। এর ফলে ধূলিকণা এবং বাতাসে থাকা জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না ।
গবেষণার জন্য দুইটি কৃত্রিম নাক তৈরি করেন গবেষকরা। একটি নাক আরেকটির চেয়ে ২.৩ গুণ বড়। তারপর কৃত্রিম একটি মাথার সঙ্গে পালাক্রমে লাগানো হয় নাক দুটি। একইসঙ্গে ভিন্ন সাইজের কৃত্রিম ঠোঁটও জুড়ে দেয়া হয়েছিলো। এ মুখের সঙ্গে একটি টিউব লাগানো ছিলো যাতে বাতাস টেনে নেয়ার কাজে লাগানো যায়।
এ গবেষণা ফল হিসেবে জানা গেছে, বড়ো নাকেই বেশি সুবিধা পাওয়া যায় এবং কম জীবাণু বা ধূলিকণা মুখের মধ্যে প্রবেশ করতে পারে। তাই সর্দি জাতীয় সমস্যায় আক্রান্ত হবার ঝুঁকিও কমিয়ে দেয় বড়ো নাক।
সূত্র ঃ Click This Link