নীচের লিস্টি-খানা বানাইছেন টিশ স্কুল অফ দা আর্টস এর প্রফেসর মৌরীন রায়ান। এক ঝলক চোখ বুলায়া রাখেন। কাজে দিবে।
১... আপনার ক্রু মেম্বার দের প্রতি ৬ ঘন্টায় খাওয়াইবেন। যদি বন্ধু বান্ধব হয় তাও খাওয়ান।
২... কখনো কোন কিছু ধারনা করবেন না। 'মনে হয়' বা 'হয়তো' টাইপ শব্দ গুলো ডিকশনারী থেকে ঝেড়ে ফেলুন। প্ল্যান করুন।
৩...সবসময় চেষ্টা করবেন বেস্ট ক্রু দের ভাড়া করতে।
৪... সবাই কিন্তু কিছু না কিছু করতে চায়। সবাইকে কোন না কোন দায়িত্ব দিন। টাকা পয়সা থেকেও এই ব্যাপারটা অনেকের কাছে বেশী গুরুত্বপুর্ণ।
৫... আপনার এটিচুড বাসায় রেখে আসবেন। আপনার সাথে যারা কাজ করবে তাদের অনেকেরই ঠেকা না আপনার সাথে কাজ করার।
৬...যদি কিছু না জানেন তাহলে জিজ্ঞেস করুন। না জানাটা লজ্জার কিছু না। আর লজ্জা পেয়ে কিছু জিজ্ঞেস না করলে হয়তো আপনার ফিল্মের জন্যই সেটা ক্ষতির কারন হয়ে দাঁড়াবে।
৭...দিনের বেলায় আপনি মেলা সময় পাবেন আলো সহ। সেভাবে প্ল্যান করেন। দরকার হলে ভোর ৬টা থেকে শুটিং শুরু করেন।
৮... ক্ষমতা ভাগ করে দিন। Responsibility দিন ক্রুদের। তাহলে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে ভালো কাজ করার।
৯... খাটুন। শুটিং এর দিন বেশী খাটুন। আপনি ডিরেক্টর, তার মানে এই না যে আপনি আয়েস করে চা পান করবেন বসে বসে। আপনার খাটুনি অন্যান্যদের মাঝে প্রভাবিত হবে। সবাই বেশী বেশী খাটবে। ফাইন্যাল আউটপুট ভালো হবে।
১০... যখন সবাই খাটবে, আর তারা নিজেদের কাজগুলো ঠিক মত করবে তখন সবকিছুই সম্ভব।
১১... আপনার কাজকে ভালোবাসুন। টাকা কামানোর ধান্দায় থাকলে দেখবেন এটা অনেক কঠিন কাজ।
১২... আপনার ক্রু মেম্বারদের বুঝিয়ে দিন আপনি কি করতে চাচ্ছেন। আপনার প্ল্যান শেয়ার করুন। তাহলে কাজ অনেক সহজ ও সাবলীল হবে।
১৩... কৌতুহলি হোন। আপনার পক্ষে সব জানা সম্ভব না। যে কোন সমস্যায় অন্যার সাহায্য চান।
১৪... যদি আপনি খাবার দেরি করে দিতে চান তাহলে আপনার ক্রুদের সাথে কথা বলুন। তাদের কে জানান যে লাঞ্চ করতে একটু দেরী হবে। সবচেয়ে ভালো হয় কেনো দেরী হবে সেটাও জানিয়ে দিলে।
১৫... আপনার ক্রুদের ভালোমতো ট্রিট করুন। তারা অন্যান্য ক্রু বা প্রযোজক দের কেও (ইভেন) আপনার ব্যাপারে রিকমেন্ড করবে।
১৬... আপনি যদি ডিরেক্টর হোন, তাহলে আপনার সিনেমাটোগ্রাফার এর হাতে ক্যামেরার এঙ্গেল/শট ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হবেন না। আপনি যেটা চান সেটা বের করার চেষ্টা করুন।
১৭... দামাদামিটা আসলে এক ধরনের কথাবার্তা। মানে আপনি সাধারন কথা বলার মতই সব কিছুর ব্যাপারে দরদাম করবেন। তবে তার আগে জানুন কত কমে নেয়া/কেনা সম্ভব।
১৮... সবসময় ১/২ মিনিট সবাই কে চুপ করিয়ে দিয়ে শুধু রুমের সাউন্ড টেক করবেন। এটা পরে আপনার এডিটিং এ কাজে দিবে।
১৯... মনে রাখবেন। প্রি-প্রোডাকশনই সবকিছু। আপনার প্রি-প্রোডাকশন পারফেক্ট তো আপনার কাজটাও পারফেক্ট।
২০... কখনোই চেঁচাবেন না। বুঝিয়ে বলুন।
২১… পারস্পরিক সম্মান বজায় রেখে চলুন।
২২… Decent হোন। আপনার ট্যালেন্ট থেকেও সেটা বড় হয়ে দেখা দিবে অনেকের কাছে।
২৩… কোন ফোন ধরতে না পারলে পরবর্তি ২৪ ঘন্টার মাঝে কল ব্যাক করুন।
২৪… যদি সম্ভব হয় তাহলে বাচ্চা-কাচ্চা আর জন্তু-জানোয়ার দের আপনার সেট থেকে দূরে রাখুন। কোন না কোন ভাবে এরা কাজে বিঘ্ন ঘটাবে।
২৫… আপনি যতটুকু সময় লাগার কথা ভাবছেন, কাজের সময় গিয়ে দেখবেন তার চেয়ে বেশী সময় লাগতেছে। সো, ওইভাবে প্ল্যান করুন।
২৬… প্রত্যেকটা একশনের একটা রেজাল্ট আছে যেটা অনেককে প্রভাবিত করে। কাজ করার আগে ভাবুন।
২৭… প্রতিষ্ঠিত নিয়ম কানুন এমনি এমনি হয়নি। মেনে চলার চেষ্টা করুন।
২৮… আপনি যদি শিডিউলের পিছনে পড়ে যান তাহলে বুঝার চেষ্টা করুন কি কি হারাতে যাচ্ছেন। হয় শুট স্যাক্রিফাইস করুন, অথবা টাকা অ্যা্রেঞ্জ করুন অভারটাইম শুটিং এর জন্য।
২৯... কখনোই আপনার ক্রু মেম্বার বা ডিরেকটর কে 'না' বলবেন না। বলবেন 'আমি দেখছি' বা 'চেষ্টা করবো'।
৩০... শুনুন এবং দেখুন।
৩১... তৈরী করুন। আপনার চোখের সামনে আপনার তৈরী করা জিনিস টা হয়তো ভেঙ্গে পড়লো। আপনি ভেঙ্গে না পরে আবার তৈরী করুন।
৩২... সেটাই করবেন যেটা আপনার প্রোজেক্টের জন্য বেস্ট হবে। আপনার ইগো বা অন্য কোন কিছুর উপর বেজ করে করবেন না।
৩৩... যন্ত্রপাতি বহন কারী গাড়ির আশে পাশে হালকা ঘুরাঘুরি করবেন। নিজের চোখে দেখুন কোথায় কি হচ্ছে।
৩৪... কাস্টিং কে বলা হয় পুরো কাজের ৯০%... সঠিক কাস্ট করুন।
৩৫... যদি পুরোদিনের শুটিং হয় তাহলে লাঞ্চ এর পর আপনার জুতা পরিবর্তন করুন।
৩৬... আগে বুঝুন আপনার শক্তি আর দুর্বলতা কোথায়। তারপর ভারা করুন তাদের কেই যারা আপনার দুর্বল জায়গাগুলো সবল করতে পারবে।
৩৭... সবসময় শুটিং এর মাঝে কিছু অডিও প্লে করে শুনুন। আপনি বুঝতে পারবেন আপনার সাউন্ড টিম কি করছে।
৩৮... যদি টিমের মধ্যে এমন কেউ থাকে যে কিনা অপচয় করছে (সময় বা অর্থ), তাকে দ্রুত বাদ দিন।
৩৯... প্রেডিক্টেড বাজেত আর আসল বাজেটের মধ্যে পার্থক্য কমানোর চেষ্টা করুন।
৪০... বকেয়া পরিশোধ করুন। আপনার গুডউইল বাড়াবে।
৪১... সবসময় কম দামী জিনিসের দিকে ঝুকবেন না। কম দামী জিনিস আপনাকে ভুগাবে।
৪২... তিনটে জিনিসের মধ্যে আপনি শুধু মাত্র দুটো জিনিস চুজ করতে পারবেন। এই তিনটে জিনিস হলোঃ FAST, CHEAP, and GOOD... দেখুন, কোন দুটো জিনিস আপনার গোল পরিপুর্ণ করবে।
যেসব পয়েন্ট বললাম, এগুলো মাথায় রাখবেন। ছোট কাজে হয়তো আপনার সব পয়েন্ট কাজে দিবেনা, কিন্তু বড় কাজ করতে গেলে এগুলো মাথায় রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮