আমরা মানে বাঙ্গালীরা ও হয়েছি গোল্ড ফিশের মতো। আমরা দেখতে হয় তো তাদের মতো না , তবে আমাদের স্মৃতি শক্তি আর গোল্ড ফিশের স্মৃতি শক্তি এক ই রকম। কেন এমনটা বলছি?
নিচের তালিকা টি দেখুন একবার।
## ফেলানি হত্যা কান্ড
##লিমন কান্ড
##টিপাই মুখ বাঁধ
##কনকো ফিলিপস চুক্তি
##পরিমল
##পারসোনা কান্ড
কিছু বুঝতে পারলেন? উপরে উল্লেখিত প্রতিটি ঘটনা ঘটার পর ই দেখেছি মিডিয়া , ব্লগ আর ফেসবুক লেখায় লেখায় ভরে গেছে। খবর আর আপডেট পাচ্ছিলাম নিয়মিত। কিন্তু প্রতিটি ঘটনা ঘটার কিছু দিন পর ই সব আবার আগের মতো। যেন কিছুই ঘটে নি। সবাই সব ভুলে গেলো। আবার সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এর মানে কি? আমরা এতো তাড়াতাড়ি সব ভুলে যাই কেনো? আমরা কি আসলেই গোল্ড ফিশের স্মৃতি পেয়েছি? আমি কোন ভাবেই টা বিশ্বাস করি না। আমার মনে হয় আমরা মন থেকে বিশ্বাস করি না যে আমরা কিছু করতে পারবো, আমরা সমাজ টা ,দেশ টা বদলে ফেলতে পারবো। তাই শুধু ভার্চুয়াল জগতে বড় বড় কথা বলি সবাই। কিন্তু আসল কাজ টা আর শেষ পর্যন্ত করা হয় না। কেউ সামনে আগিয়ে আসি না।রবিন্দ্রনাথ বলে গিয়েছিলেন '' সাত কোটি টি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি''।
আমরা এখনো বাঙ্গালিই আছি আমরা মানুষ হই নি।
আমরা বাঙ্গালী ; তার ও আগে আমরা গোল্ড ফিশ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫