দৈনিক ফালুর দেশ পত্রিকায় প্রকাশক হিসেবে অবৈধভাবে আলহাজ হাসমত আলীর নাম ব্যবহার করার অভিযোগে গতকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। যার প্রেক্ষিতে আজ ভোর ৪ টায় দৈনিক ফালুর দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আলহাজ হাসমত আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোসাদ্দেক আলী ফালুর ভাই।
জানা যায়, গত ২০০৮ সালের ২১ আগস্ট হাসমত আলী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পূর্ণ শেয়ার মাহমুদুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে গত বছরের ২৮ জুন জয়েন্ট স্টক কোম্পানিতে তার নাম পরিবর্তন করে তাকে মালিকানা থেকে অব্যাহতি নেন। একই সঙ্গে গত বছর ১১ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে তিনি ফরম-সি পূরণ করে প্রকাশক ও পরিচালক হিসেবেও তার নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এর প্রতি উত্তরে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানকে দৈনিক আমার দেশ পত্রিকায় তার নাম ব্যবহার না করার জন্য চিঠি দেন (স্মারক নম্বর -জেপ্রঢা/প্রকা

এ ব্যাপারে হাসমত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ সত্য নয় বলে জানান।
এদিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, সরকার হীনস্বার্থ চরিতার্থ করতে আমার দেশ পত্রিকা প্রকাশনা বন্ধের চেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, হাসমত আলীকে এনএসআই তুলে নিয়ে