somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যান ইউ, বার্সা, রিয়াল .... কি এসব?? এদের সমন্ধে সবকিছু নিয়ে নয়টি ক্লাব ফুটবল পরাশক্তির মেগা পোস্ট B-)B-)

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মাঝে মাঝেই স্প্যানিস, ইংলিস, উয়েফা প্রিমিয়ার এর মত লীগ খেলাতে ম্যান ইউ, বার্সা, রিয়েল বলে চিল্লাচিল্লি করি। এরা যে ইংরেজ, স্প্যানিস, ইতালীয় ফুটবল ক্লাব তা আর বলে দিতে হবে না। এদের কারা কোথাকার, কবে শুরু করেছে, কাদের কি আছে, এদের ঝোলার সমস্ত খবরাখবর নিয়া এই মেগাপোস্ট B-)B-)
৯. লিভারপুল :

১৮৯২ সালে জন হোল্ডিং লিভারপুল, ইংল্যান্ডে প্রতিষ্ঠা করেন লিভারপুল ফুটবল ক্লাব। ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সফলতম ক্লাব যারা ১৮ টি লীগ শিরোপা, রেকর্ড ৭ টা লীগ কাপস্‌ এছাড়াও ৫ টি ইউরোপিয়ান কাপ, ৩ টি উয়েফা কাপ ও ৩ টি উয়েফা সুপার কাপ তাদের দখলে আছে। আশির দশকে ফুটবল ইতিহাসে মারাত্নক দুটি ট্রাজেডীর মুখোমুখি হয়, খেলা দেখতে গিয়ে ১৯৮৫ সালে হেইসেলে যখন ৩৯ জন দর্শক মারা যায় এবং ১৯৮৯ সালে হিলসবোরোতে যেখানে ৯৬ জন মানুষ মারা যায়। এসময় লিভারপুলকে নিষিদ্ধ করা হলেও পরে আবারও খেলার সুযোগ পায়। এসময় উয়েফার ম্যাচ গুলো ইংরেজ ক্লাবগুলোর জন্য নিষিদ্ধ ছিল। সর্বশেষ ২০১০ সালে ক্লাবটি কিনে নেয় ফেনওয়ে স্পোর্টস্‌ গ্রুপ । বর্তমান চেয়ারম্যান টম ওয়ার্নার
লাল জার্সির প্রিমিয়ার লিগ খেলা এই ক্লাবটির মাঠ ৪৫৩৬২ ধারনক্ষমতার এনফিল্ড স্টেডিয়াম যা লিভারপুল, ইংল্যান্ডে অবস্থিত। এদের সম্পদের পরিমান ৫৫২ মিলিয়ন ডলার।
http://www.liverpoolfc.tv/


৮. জুভেন্টাস :

১৮৯৭ সালে প্রতিষ্ঠা ইউনো ক্যানফেরি এর হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া ইতালিয়ান ফুটবল ক্লাব। ইতালির তুরিনে অবস্থিত এই ক্লাবটি ৫১ টি শিরোপা জিতেছে যা ইতালিয়ান অন্যান্য ক্লাব থেকে বেশী, যার মধ্যে ৪০ টি দেশের মাটিতে ও ১১ টি ইউরোপিয়ান শিরোপা আছে। এর বর্তমান মালিক ও চেয়ারম্যান
আন্দ্র অ্যাগনেলি
সাদা-কালো জার্সির এই ক্লাবটির ৪১০০০ ধারন ক্ষমতার স্টেডিয়াম ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম । এদের সম্পদের পরিমান ৬২৮ মিলিয়ন ডলার ।
http://www.juventus.com/

৭. চেলসি :

১৯০৫ সালে লন্ডনে প্রতিষ্ঠা পাওয়া ইংরেজ ফুটবল ক্লাব দ্য ব্লুজ নামক চেলসি ফুটবল ক্লাব। প্রতিষ্ঠার পর বেশীর ভাগ সময়ই ক্লাবটি ইংল্যান্ডের ফুটবলের শীর্ষে অবস্থার করেছে। এপর্যন্ত ক্লাবটি ৩ টি লীগ শিরোপা, ৪ টি এফএ কাপ, ২ টি উয়েফা উইনার্স কাপ সহ আরও অনেক শিরোপা। ২০০৩ সালে ক্লাবটিকে কিনে নেন রাশিয়ান তেল ব্যবসায়ী রোমান আব্রামোভিচ , বর্তমানে এর চেয়ারম্যান ব্রুস বাক
নীল-সাদা জার্সির সংস্কৃতি প্রিয় ক্লাবটির ৪২০৫৫ ধারন ক্ষমতার স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজ পশ্চিম লন্ডনের ফুলহ্যাম এলাকায় অবস্থিত। এর বর্তমান সম্পদের পরিমান ৬৫৮ মিলিয়ন ডলার ।
http://www.chelseafc.com/

৬. এসি মিলান :

১৮৯৯ সালে আলফ্রেড এডওয়ার্ডস হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া ইতালীর মিলানে 'র ফুটবল দল আজকের এই এসি মিলান। এর পুরো নাম অ্যাসোসিয়েজিওন ক্যালসিও মিলান। মজার কথা হচ্ছে প্রথমে মিলান প্রতিষ্ঠা করার সময় একে ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ইতালিয়ান এই দলটি ৭ বার উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ, কোপা ইতালীয়া ৫ বার সহ ১৩টি ইউরোপীয়ান ট্রফি জিতেছে। ক্লাবটির বর্তমান মালিক এবং চেয়ারম্যান সিলভিও বার্লুসকনি
লাল-কালো-সাদা জার্সির সিরি এ লীগে খেলা ক্লাবটি স্টেডিয়াম ৮০০৭৪ ধারন ক্ষমতার সান সিরে যা মিলানে অবস্থিত। এদের বর্তমান সম্পদের পরিমান ৮৩৪ মিলিয়ন ডলার ।
http://www.acmilan.com/


৫. বার্সেলোনা :

রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী ১৮৯৯ সালে জোয়ান গ্যাম্পারের নেতৃতে প্রতিষ্ঠা পাওয়া ফুটবল ক্লাব বার্সেলোনা। ডাকনাম বার্সা নামক ক্লাবের অবস্থান স্পেনের বার্সেলোনায়। এদের মূলমন্ত্র হলো Més que un club (দলের চেয়েও বেশি)। বার্সা প্রথম লা-লিগা চ্যাম্পিয়ান। এছাড়াও ক্লাবটি ২১ বার লা লিগা চ্যাম্পিয়ান, ১০ বার স্পেনের সুপারকাপ, ৪ বার উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ, রেকর্ড ৪ বার উয়েফা কাপ ও ৪ বার উয়েফা সুপার কাপ জেতে । রিয়াল মাদ্রিদ ও এথলেটিক বিলবাও দলের সাথে একত্রে ১৯২৮ সালে তারা লা লিগা প্রতিষ্ঠা করে। ক্লাব টি রেজিস্টার্ড এসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়, বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭০০০ এরও বেশি। বার্সাই তার প্লেয়ারদের সবচেয়ে বেশী সেলারী দিয়ে থাকে অন্যান্য ক্লাব গুলো থেকে। বর্তমানে এর চেয়ারম্যান সান্দ্রো রসেল
। এছাড়াও ক্লাবটির বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটসাল ,রিঙ্ক হকি ও মহিলা রাগবী দল আছে।
নীল-লাল ডোরাকাটা জার্সির ক্লাবটির নিজস্ব স্টেডিয়াম ক্যাম্প ন্যু স্পেনে বার্সেলোনায় অবস্থিত, এর ধারন ক্ষমতা ৯৯৩৫৪ জনের। ক্লাবটির সম্পদের পরিমান ৯৭৫ মিলিয়ন ডলার ! অনেক সময় এল ক্লাসিকো কথাটা শোনা যায়, বার্সা আর রিয়াল এর মধ্যকার চিরপ্রতিদ্বন্দ্বী খেলায় হল এল ক্লাসিকো!
http://www.fcbarcelona.com/

৪. এফসি বায়ার্ন মিউমিখ :

১৯০০ সালে জার্মানির ব্যাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে ফুটবল প্লেয়ার ফ্রান্জ জন এর হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া জার্মান ক্লাব এই বায়ার্ন মিউনিখ। এ পর্যন্ত এদের ঝোলায় আছে ৪ টি উয়েফা চ্যাম্পিয়ান্‌স লীগ, ১ টা উয়েফা কাপ, ২০ টি জাতীয় চ্যাম্পিয়ান্‌শীপ ও ১৩ টি জার্মান কাপ। ক্লাবটি ৩ বার ইউরোপিয়ান কাপ ও জেতে যা ক্লাব টিকে জার্মানির সফলতম ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করে। এই ক্লাবটিও কোন ব্যাক্তি মালিকাধীন পরিচালিত না হয়ে জয়েন্ট স্টক কোম্পানী হিসেবে পরিচালিত হয়। এটি এখন বায়ার্ন মিউনিখ এজি নামক সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে। এর বর্তমান চেয়ারম্যান উলি হোয়েনে
লাল-সাদা জার্সির বুন্দেসলিগে খেলা এই ক্লাবটির দাবা , হ্যান্ডবল, টেবিল টেনিস টিম ও আছে। বিশ্বের অন্যতম আধুনিক অ্যালিয়াঞ্জ অ্যারেনা ৬৯৯০১ ধারণ ক্ষমতার এদের নিজস্ব স্টেডিয়াম। ক্লাবটির বর্তমান সম্পদের পরিমান ১.০৪৮ বিলিয়ন ডলার !
http://www.fcbayern.t-home.de/

৩. আর্সেনাল :

১৮৮৬ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনের ওউলিচে ক্লাবটি প্রতিষ্ঠা পায়। প্রিমিয়ার লীগেরএই ক্লাবটি ইংরেজ ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাব। আর্সেনাল মোট ১৩ বার প্রথম বিভাগ এবং ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা , ১০ বার এফএ কাপ এবং লন্ডনের প্রথম ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ান্স লীগ খেলার যোগ্যতা পায়। শুরুতে ক্লাবটির নাম ছিল ডায়াল স্কয়ার , পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় আর্সেনাল। কোন ব্যক্তি মালিকানায় না থেকে এটি আর্সেনাল হোল্ডিংস পাবলিক লিমিটেড নামে এর কার্যক্রম পরিচালিত করে। এখন এর প্রসিডেন্ট আছেন ইংল্যান্ডের পিটার হিল-উড
লাল-সাদা জার্সীর এই ক্লাবটির লন্ডনের হলোওয়ে তে এমিরেটস্‌ স্টেডিয়াম নামক নিজস্ব স্টেডিয়াম আছে যার ধারণ ক্ষমতা ৬০৩৫৫। বর্তমানে এদের সম্পদের পরিমান ১.১৯২ বিলিয়ন ডলার ! ক্লাবটির একটি মহিলা ফুটবল টীম ও আছে আর্সেনাল এলএফসি নামে যা মহিলা ফুটবল ইতিহাসে সফল ক্লাব।
http://www.arsenal.com/


২. রিয়াল মাদ্রিদ :

স্পেনের মাদ্রিদের ফুটবল ক্লাব এই রিয়াল মাদ্রিদ, এ শতাব্দীতে ইউরোপের সবচেয়ে বেশী শিরোপা জেতা দল। ১৯০২ সালে প্রতিষ্ঠা পাওয়া এই ক্লাবটি একই সদস্য দ্বারা পরিচালিত হয়ে আসছে, এখন পর্যন্ত এর মালিকানা পরিবর্তিত হয় নি। ৩১ টি শেরোপা জেতা স্প্যানিশ ফুটবলের সবচেয়ে সফলতম এই ক্লাবটি রেকর্ড ২৯ বার লা লিগা ও রেকর্ড ৯ বার উয়েফা চ্যাম্পিয়ান্স লীগ। ২০০০ সালে ফিফা থেকে বিংশ শতাব্দীর সেরা দল হিসেবে স্বৃকীতি পায়। স্প্যানিশ "রয়েল" নাম থেকে ক্লাবটির নাম করা হয় রিয়াল। ক্লাবটির নিজস্ব কোন মালিকানা নেই, ভোটের মাধ্যমে এর প্রেসিডেন্ট নির্ধারন করা হয়। বর্তমানে এর প্রসিডেন্ট ফ্লরিন্তেনো পেরেজ।

সাদা জার্সীর ক্লাবটির নিজস্ব স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু ৮০৩৫৪ ধারণ ক্ষমতার যা স্পেনের মাদ্রিদে অবস্থিত। ক্লাবটি বর্তমান সম্পদের পরিমান ১.৪৫১ বিলিয়ন ডলার !
http://www.realmadrid.com/

১. ম্যানচেস্টার ইউনাইটেড :

১৮৭৮ সালে নিউটন হিথ এলওয়াইআর এফ.সি. নামে প্রতিষ্ঠা পাওয়া বিশ্বের অন্যতম ধনী ইংরেজ ফুটবল ক্লাব আজকের এই ম্যান. ইউ.। ১৯০২ সালে জন হেনরী ডেভিস ক্লাবটি কিনে নাম রাখেন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব। সর্বশেষ ২০০৫ সালে ক্লাবটিকে কিনে নেন ম্যালকম গ্লেজার। প্রথম ইউরোপীয়ান কাপ জেতা প্রিমিয়ার লীগের ইংরেজ এই ফুটবল ক্লাবটি ১৯৮৬ এর পর মোট ২২ টি শেরোপা জিতেছে যার মধ্যে প্রিমিয়ার লীগ জিতেছে ১৯ বার , এছাড়া তারা রেকর্ড ১১ বার এফএ কাপ জিতেছে। ২০০৮-০৯ প্রিমিয়াল লীগ ও ২০০৮ ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে ম্যান ইউ বর্তমান প্রিমিয়ার লীগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাধারী।
এদের গ্রেটার ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড নামক ৭৫৯৫৭ ধারণ ক্ষমতার নিজস্ব স্টেডিয়াম আছে। বর্তমান মালিক ম্যালকম গ্লেজার । লাল-সাদা জার্সীর এই ক্লাবটি বিশ্বের সবচেয়ে দামী ক্লাব, এদের সম্পদের পরিমান ১.৮৬৪ বিলিয়ন ডলার !
http://www.manutd.com/

লেখতে লেখতে হাত তো নাই হয়ে গেল |-) |-) |-) । আপনারা কিছু জানতে পারলেই পোস্টটা সার্থক :)
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৫
৩৬টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২



"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন

আমিত্ব বিসর্জন

লিখেছেন আজব লিংকন, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৪৮



আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।

"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন

স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?

লিখেছেন শিশির খান ১৪, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪১


স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

×