১৯৮৮ সালের পরে এবারই প্রথম আমি রাজধানী শহরের বাইরে অর্থাত কোন মফস্বল জেলা শহরে দীর্ঘদিন থেকে এলাম্।
অনেক পরিবর্তন চোখে পড়লো,মনে ধরলো। জীবন যাত্রার মান অনেক বদলে গেছে। পাটনী ঘাট আর নেই বললেই চলে। ইজি বাইকের ছড়াছড়ি। যে কোন গ্রাম পর্যন্ত বাস , অটো , ভ্যান আছে।
প্রায় সকলেই রাইস কুকারে ভাত রান্না করে।মটর সাইকেল চড়ে। ভ্যানে সব্জি বিক্রি হয়, ময়লাওয়ালারা ময়লা নিয়ে যায়।
বিকাল হলেই টিভি খুলে বসে। জি বাংলা আর স্টার জলসা। সন্ধ্যা ৭টা বাজলে বাংলাদেশের যে কোন চ্যানেলে ৫মিনিট সংবাদের হেড লাইন গুলো শোনে।তাদের কথা সারাদিন তো একই খবর সকল চ্যানেলে হয়। একবার জেনে নিলেই হলো।
কোথায় দেশ, কোথায় ৭১ আর কোথায় চ্যানেল আই।
বিকাল হলেই জি বাংলা অথবা স্টার জলসা দেখা চায়।
রাতে যদি জি বাংলা দেখে তবে সকালে স্টার জলসার রি ক্যাপ আর যদি স্টার জলসা দেখে তবে সকালে জি বাংলার রি ক্যাপ। আর এর মাঝে রিমোট ঘোরে রূপসী বাংলা জি সিনেমা ইত্যাদিতে।
জীবন যাত্রায় এত আরাম নেমে এসেছে যে, সন্ধ্যার পর আর তাদের কাজ থাকে না।তখন বসে যায় টিভির সামনে।
তারা জানে সিরিয়াল গুলোতে কোন বাস্তবতা নেই, শিক্ষারও কিছু নেই। তারপরেও তো বিনোদন আছে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭