এটি বাসন্তী পুজা নামেই পরিচিত।বসন্তকালে হয় তাই এই দুর্গা পৃজা বাসন্তী দুর্গা পুজা নামে পরিচিত।
এটি সনাতন ধর্মীয়দের বহু প্রাচীন উতসব।এই দুর্গা উতসব বাংলা চৈত্র (ইংরেজী মার্চ এপ্রিল) মাসের শুক্লা পক্ষের ৬ষ্ঠ দিন হতে শুরু হয়। অর্থাত আজ বাসন্তী ষষ্ঠী।
প্রাচীন কালে রাজা সুরাট এই পুজা সর্ব প্রথম করেছিলেন। রাজা সুরাট তার রাজ্য হারিয়ে বনে যান। সেখানে সমাধি বৈশ্যর সাথে দেখা হয়।তারা উভয়ে মেধা মুনীর দেখা পান। মেধা মুনী তাদেরকে বাসন্তী দুর্গা পুজা করতে বলেন।
তারা পুজা করেন এবং হারানো রাজ্য ফিরিয়ে পান।সেই থেকে বাসন্তী দুর্গা পুজা শুরু হয়।
তবে প্রভু রাম শরতকালে দেবী দুর্গার অকালবোধন করে পুজা করেন। সেই দুর্গা পৃজা এত প্রচলিত হয় যে, বাসন্তী দুর্গা পুজা তার জনপ্রিয়তা হারায়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩