মধু শাখা কণ্ঠে মধুর সম্ভাষণে কি অমৃত ধ্বনি দিয়ে গেল পশ্চিম বংগ থেকে আগত শ্রী মতি বন্দনা রাহা।
শ্রীমতি রাহা এক মাসের ভিসাতে( কিছু কম বেশী হওতে পারে) এসে তার দল নিয়ে র্বালাদেশের বিভিন্ন জেলা পরি ভ্রমন করে শেষ মাগুরাতে তার মধুর বানী পরিবেশন করেন।
তিনি বলে গেছেন তার যাবার পর এভখানকার গাছের পাতাগুলো হতে কৃষ্ন নাম শোনা যাবে। এ কথা সত্য যে তিনি মধুর নাম কীর্তন পরিবেশন করে গেছেন তা যেন চক্ষু বুদিলে মূর্ত হয়ে ওঠে।
কৃষ্ণ প্রেমে মনটা আকুলি বিকুলি করে গেড়ছেন তিনি।
আমরা চির কৃতজ্ঞ শ্রীমসতি বনর্দনা রাহা।
আপনি এবং আপনার দলের সকলে দীর্ঘ জীবি হউন।
সকলের প্রাণে সচ্ঞারিত করুন এই মধুর নাম।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২২