গত বছরে ১লা বৈশাখ উপলক্ষে একটা লেখা পোন্ট করেছিলাম, যার আংশিক ছিল ইলিশ পান্তা নিয়ে বলা। অংশটা উল্লেখ করলাম।
"আগামিকাল ১লা বৈশাখ। সাধ্যমতো ভালো খাবার দিন।
অবশ্যই পান্তা ভাত আর ইলিশ এর দিন নয়। কারণ বছরের প্রথম দিন পান্তা বা বাসী খাবার প্রচলন নেই বা ছিল না। আর ইলিশের সিজন এখন না তাই ওটিও রীতি নয় বা প্রথা নয়। যে রীতি শুধু রাজধানী আর ধণী শ্রেণীর সখ যা আবহমান গ্রাম বাংলার রেওয়াজ নয়, তা কখনও সার্বজনীন প্রথা হতে পারে না । এটা বাঙালী সাজবার অপ প্রয়াস মাত্র।"
বসন্তের শেষ মাস আর বছরের ও শেষ মাস চৈত্র যাবার সময় হলো। তাই চলছে দিকে দিকে বৈশাখ বরনের প্রস্তুতি।
টিভি খুলে দেখলাম কবি আসাদ চৌধুরী আর শির্পী ফকির আলমগীর ১লা বৈশাখে ইলিশ নিধন না করার জন্য নাগরিক সচেতনমূলক বিজ্ঞাপন দিচ্ছেন এবং বলছেন, ইলিশ খাওয়া এই দিনে এটা বাঙালী সংস্কৃতি নয়।
ধন্যবাদ উচ্চ মহলকে তারা দেরীতে হলেও বিষয়টি অনুধাবন করেছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭