
দেখতে দেখতে এক বছর হয়ে গেল সামুতে।সবাই বর্ষপুর্তিতে পোস্ট দেয় তাই আমিও ভাবলাম দিমু।মাগার সামুর কল্যানে ব্লক ছিলাম তাই সময় মতো দিতে পারি নাই।এই একবছরে সামুতে অনেক কিছু পেয়েছি।অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে।অনেকের ভালোবাশা পেয়েছি।লাভ ইউ সামু :> নর্মালি এই টাইপ পোস্টে সবাই প্রিয় ব্লগারদের নামের লিস্ট দিয়া পোস্ট দেয়।বাট আমি হইলাম সর্বভুক রিডার আমার অনেক অনেক প্রিয় ব্লগার।সো কারো নামই লিস্ট করবো না।লাভ ইউ অল এক্সচেপ্ট ছাগু।
এইটা হইলো আমার পরিসংখ্যান

মাঝে মাঝে অনেকই আমার নিকটা নিয়া অনেক কিছু বলে।কেউ বলে এইটা কি নিক নিলেন?দেখতে বিশ্রী শুনতেও নাকি বাজে শুনায়।কেউ বলে একজন ভালো মানুষ এরকম নিক কেমনে নেয়


বেঈমান আমি:এইটার ঈমান নাই।তাই এই নিক নিছে।আচ্ছা তাহলে তো এইটা নাস্তিক।


বেঈমান আমি:রিসেন্টলি একজনরে নিজের প্রেমের গল্প বলছিলাম।সে এর পর থেকে নয়া ফতোয়া দিলো যে হুম বুজেছি তুমি তোমার এক্স জিএফের সাথে বেইমানি করছো তাই অবচেতন মনে তোমার মধ্যে এইটা কাজ করে।আর তাই তুমি এই নিক নিছো।শুনেতো আমি পুরাই টাস্কিত।কস্কি মমিন ?
তারে কেমনে বুজায় এক্সের কথা মনে কইরা নিক নিলে তো নাম দিতাম
বেইমান আমি আনলিমিটেড



বেঈমান আমি :এইবার আসি আসল কাহিনিতে।সামুতে যারা নতুন রেজি: করে তারা জানে ব্যাপারটা।সামুর অনেক নিক দেখবেন ভুল বানান ।এইটা কেউ ইচ্ছা করে করেনা মনে হয়।আমার ক্ষেত্রে ও এরকম হয়েছে ।আমি আসলে নিতে চাইছিলাম বেইমান আমি আর সামু রেজি: প্রসেস এর কারনে সেটা হয়ে গেছে বেঈমান আমি ।যখন সামুতে আসি একটা ব্যাপার লক্ষ করলাম জামাতি শিবিরের লোকজন প্রচুর একটিভ তাদের বাপদের স্টাইলে প্রপাগান্ডা চালায়।তখনি সিদ্বান্ত নেয় একটা নিক খুলতে হবে কমেন্ট করার জন্য।জামাত যে এতো বেড়ে গেছে ব্লগে না আসলে জানতামি না।দেশে থাকতে দেখতাম ইনকিলাব বা তাদের নিজস্ব
পত্রিকায় চালাইতো তাদের কার্যক্রম।এখন দেখি ব্লগ ফেসবুকেও চালায় ।
এরা যেহেতু ৭১ এ দেশের সাথে বেইমানি করেছে এবং এখনো করে যাচ্ছে তাই এদের গদাম দিতে নিজের নিক নিলাম বেঈমান আমি।নিক নেওয়ার পিছনে এটাই কারন আর কিছুই না।

সামুতে আসার পরে কিছু ব্লগারের অনেক সহায়তা পেয়েছি।এর মাঝে কিছু এখনো এক্টিভ আবার অনেকেই সামুতে আসে না।হয়তো মান অভিমান করে।এর মধ্যে কয়েকজন আছেন আমার খুবি প্রিয় ।এদের নাম দিচ্ছি কারন এরা এখন খুব একটা এক্টিভ না।
রিয়েল ডেমোন ভার্চুল লাইফে এই ছেলেটা আমার খুবি প্রিয়।ব্লগারদের মধ্যে তারেই আমি প্রথম এড করছিলাম ফেসবুকে।আমার মতো সেও প্রবাসি।তার লেখার কথা কি আর বলবো।রিক উই ওয়ান্ট ইউ ব্যাক ব্রো।
শশী হিমু আরেকটা ট্যালেন্ট।এখন আর সামুতে দেখি না।ফেসবুকেই এক্টিভ।উই মিস ইউ ব্রো।
চশমখোর দারুন দারুন সব কমেন্ট করে ।আর সুন্দর সুন্দর গল্প লিখে।বাট ফেসবুকে ।সামুতে আসে না।ইউ নো আই লাইক ইউ ব্রো।
অণুজীব
আরেকজন মাঝে মাঝে দেখি আবার নাই হয়ে যায়।
রাইসুল জুহালা সিনিয়র মানুষ উনার কাছে অনেক কিচু জানার আছে।জানি না কেনো উনি সামুতে আসেনা।
বাউন্ডুলে রুবেল প্রথম দিক থেকেই সাপোর্ট পেয়েছি এই ভাইটার কাছে।যদিও সে ইদানিং সামুতে আসে বাট নিয়মিত না।
রাইসুল ভাই ছাড়া সবার সাথেই ফেসবুকে কথা হয়।বাট এরা সামুতে আসেনা।মডারেটর ভাইয়েরা ব্যাপারটা একটু ভেবে দেখবেন।কেন এরা ফেসবুকে লেখে বিভিন্ন পেজে বাট সামুতে লেখে না।