প্রত্যেক ব্র্যান্ড বা কোম্পানির একটা রেজিস্টার্ড ট্রেড মার্ক থাকে সেটাই হলো লোগো।আজকের দিনে লোগোর একটা গুরুত্তপুর্ন ভুমিকা আছে ব্যাবসায়িক ক্ষেত্রে। কিছু ফেমাস লোগো যা আমরা চিনি এগুলোর কিছু হিডেন মিনিং আছে যা আমরা অনেকেই হয়তো জানি না। এরকম কিছু লোগোর হিডেন মিনিং নিয়েই আজকের পোস্ট এই পোস্ট পড়ার পর এই লোগো গুলো আপনার কাছে আর আগের মতো থাকবে না এইটা সিউর।
ফর্মুলা 1এর লোগোটা সবাই চিনেন। কখনো খেয়াল করেছেন 1 কোনটা।আমি নিজেও ভাবতাম লাল অংশ টা 1। আসলে 1 হইলো কালো এবং লাল অংশের মধ্যবর্তী সাদা অংশ টি
ফেডএক্স আমেরিকান কুরিয়ার সার্ভিস কোম্পানি। ফেডএক্সের লোগোটা ভালো করে খেয়াল করেন। লেটার ই এবং এক্স এর মধ্যবর্তী সাদা অংশটা একটা এ্যারো চিহ্ন তৈরি করেছে ডান দিকে মুখ করে। এর মানে হলো ফরওয়ার্ড অথবা মুভিং ফরওয়ার্ড যা আসলে কোম্পানি করে।
আ্যামাজন.কম এর লোগো তো হলুদ কালারের একটা এ্যারো আছে যা এ থেকে শুরু হয়ে যেড এ শেষ হয়েছে। এটা তে বোঝানো হয়েছে যে তারা সব কিছু বিক্রি করে এ থেকে যেড পর্যন্ত। এ্যারো টা একটা স্মাইলি ও গঠন করেছে।
ভক্সওয়াগনের লোগোতে আছে দুইটি বর্ণ v এবং w.। v দিয়া volks মানে জনগন আর wagen মানে গাড়ি বুজানো হয়েছে।
মার্সিডেজ বেন্জ এর লোগো তে তিন কোনা স্টার দিয়া বুজানো হয়েছে যে তারা ডমিনেট করে মাটি তে সাগরে এবং বাতাসে।
বিএমডব্লিউ র লোগোটা বিমানের ঘুরন্ত পাখার মতো। ব্লু কালার রিপ্রেজেন্ট করে আকাশ। কারন ২য় বিশ্বযুদ্ধে এই কোম্পানি জার্মান বিমান বাহিনির জন্যে ইন্জিন তৈরি করতো।
toblerone আসলে সুইস চকোলেট কোম্পানি।সুইজারল্যান্ডের বার্ন সিটিতে প্রতিস্ঠিত এই কোম্পানি।বার্নকে বলা হয় সিটি অফ বিয়ার্স।বাই দ্য ওয়ে বার্ন আবার সুইজারল্যান্ডের রাজধানীও।লোগোতো খেয়াল করেন আল্পস পর্বতের সাথে একটা ভালুক ও দেখা যায়।ভালুকের সিটি তে প্রতিস্ঠিত বলে এই ভালুক জুড়ে দেওয়া হয়েছে এই লোগোতে।
সনি ভায়ো র লোগো আসলে ডিজিটাল এনালগ টেকনোলজির কম্বিনেশন মিন করে। “VA” ঘটন করে এনালগ ওয়েব এবং “IO” রিপ্রেজেন্ট করে বিনারি 1 এবং 0.
অডি কোম্পানির লোগোতে ৪টি রিং এর মানে হলো ৪টি কোম্পানি যারা একসাথে ছিলো এগুলো হলো DKW, Horch, Wanderer and Audi.
টিল নাউ আই এম জেনারেল
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ রাত ১:৫১