কয়দিন আগে রোড এ্যাকসিডেন্ট মারা গেছেন এটিএন এর সংবাদ বিভাগের
সিইও মিশুক মনির।উনি ছিলেন শহীদ বুদ্ধিজীবি মুনির চৌধুরীর ছেলে।মুনির চৌধুরীর আরেক ভাই অধ্যাপক কবির চৌধুরী।আর উনাদের বোন হলো আমাদের সবার প্রিয় অভিনেত্রী ফেরদৌসি মজুমদার।তাঁর স্বামি হলো নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা এবং শক্তিমান অভিনেতা রামেন্দু মজুমদার।ফেরদৌসি মজুমদারের মেয়ে ত্রপা মজুমদার ও একজন অভিনেএী।
সবার প্রিয় মহিলা কন্ঠ শিল্পি সামিনা চৌধুরী।তার আরেক বোন ফাহমিদা নবী। আর তাদের ভাই বাংলা ব্যান্ড আর্ক এর গিটারিস্ট এবং গায়ক পঞ্চম।
যতদুর মনে পড়ে সামিনার বিয়ে হয়েছিলো আরেক ব্যান্ড তারকা রেঁনেসার
নকিব খানের সাথে।আর সামিনা ফাহমিদা আর পঞ্চমের বাবা হলেন বিখ্যাত গায়ক মাহমুদুন নবী।
বাংলাদেশের ক্ষনজন্মা প্রতিভাধারি কিছু লোকের মধ্যে খান আতা ছিলেন
এমন এক বিরল মানুশ যার তুলনা খুজেঁ পাওয়া দায়।খান আতার স্ত্রী হলেন আরেক গুনধর শিল্পী নিলুফার ইয়াসমিন।আর সাবিনা ইয়াসমিন হলেন উনার ছোটো বোন।খন আতা র ছেলে হলেন আমাদের প্রিয় সংগীত শিল্পি ও ব্যান্ড তারকা আগুন।তার ব্যান্ডের নাম ছিলো সাডেন।পরে তো আগুন নিয়মিতো বাংলা সিনেমায় গান গাওয়া শুরু করলেন।তার খালা সাবিনা ইয়াসমিন পরে বিয়ে করেছিলেন কলকাতার শিল্পি সুমন কে।যিনি পরে নাম পরিবর্তন করে রেখেছেন কবির সুমন।মনে পড়ে সুমনের সেই গান টি
তোমাকে চাই।
বাংলা সিনেমার নায়ক আলমগির।তার স্ত্রী কবি খুশনুর আলমগির।তাদের সন্তান গায়িকা আখিঁ আলমগির।যদিও আলমগির পরে বাংলাদেশের সংগিত জগতের সব চেয়ে বড় তারকা রুনা লায়লা কে বিয়ে করেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪০