somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক নেশন বা রাস্ট্র তো চেনেন,চিনে নিন দুনিয়ার আলোচিত সব মাইক্রো নেশন B:-) B:-) B:-)

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন কোন ছোট দেশ নিয়ে আলোচনা হয় স্বাভাবিক ভাবে চলে আসে মোনাকো বা লুক্সেমবার্গের কথা।মজার ঘটনা হল এর থেকেও কিছু ছোট অনেক দেশ আছে যাকে বলা হয় মাইক্রো নেশন।আর এই মাইক্রো নেশন সৃষ্টি হয়েছে বিভিন্ন কারনে যেমন শৈল্পিক বা রাজনৈতিক বিরোধিতা কিংবা ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ বা অন্যকোন ভাবনা থেকে।অবাক করা বিষয় হল এদের আবার আলাদা পতাকা,মুদ্রা বা ভাষাও রয়েছে।চলেন ঘুরে আসি কিছু মাইক্রো নেশন থেকে

Ladonia



আয়তন .৩৮৬ স্কয়ার মাইল

১৯৮০ সালে সুইডেনের আর্টিস্ট Lars Vilks সুইডেনের Skane বিচে কাঠ এবং পাথর দিয়ে তৈরি করেন কিছু ক্যাসেল সাদৃশ্য অবকাঠামো।যা হয়ে যায় পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র।কিন্তু সিটি কাউন্সিল ঘোষণা দেয় Vilks অবৈধভাবে সাগর পাড়ে এসব অবকাঠামো তৈরি করেছে এবং তাকে সেগুলি ভেঙে ফেলার নোটিশ প্রদান করে।Vilks তখন তার বানানো শৈল্পিক অবকাঠামো রক্ষার জন্য এক অভিনব ঘটনা ঘটায়।সে সাগর পাড়ের বীচের অংশ টুকুর স্বাধীনতা ঘোষণা করে এবং সুইডিশ সরকারের যেকোন আইন এখানে অবৈধ ঘোষণা করেন।আর নতুন স্বাধীন অংশটির নাম দেন Kingdom of Ladonia।আর সুইডেনসহ দুনিয়ার অনেক শিল্পী সমাজ Vilks এর ঘোষণাকে স্বাগত জানিয়ে তার পাশে এসে দাঁড়ায়।তৈরি করা হয় আলাদা পতাকা আর মুদ্রা।আনফিসিয়ালি এখানকার অধিবাসীর সংখ্যা ১৪,০০০ এর উপরে যারা এখানে বসবাস করেনা কিন্তু এই স্বাধীনতাকে সমর্থন করে।কিন্তু সুইডেন সরকার এই স্বাধীনতাকে মেনে নেয়নি কিন্তু বলপ্রয়োগ করেনি কোন বিষয়েই।

The Kingdom of Redonda



আয়তন .৭৮ স্কয়ার মাইল

The Kingdom of Redondaর ইতিহাসের সাথে জড়িয়ে আছে অনেক কবিসাহিত্যিকের নাম।সাথে আছে অনেক fact and fiction. ১৮০০ সালের দিকে ক্যারিবিয়ন আইল্যান্ড Montserrat এর বাসিন্দা Matthew D. Shiell পাহাড়ি এবং জনমানব শূন্য Redonda দ্বীপের মালিকানা দাবি করে নিজেকে তার রাজা ঘোষণা করে এবং দ্বীপটির নাম দেন The Kingdom of Redonda।১৮৮০ সালে Matthew D. Shiell মারা যাবার আগে তার ছেলে M.P. Sheill কে রাজা ঘোষণা করেন।প্রচলিত আছে Matthew D. Shiell রানী ভিক্টোরিয়াকে চিঠি দেন এবং তাকে The Kingdom of Redondaর রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আহবান জানান।উত্তরে রানী জানান,যতদিন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে The Kingdom of Redonda বিদ্রোহ ঘোষণা না করবে ততদিন তাকে রাজা হিসেবে তাকে মানতে আপত্তি নেই।
M.P. Sheill পরে বিখ্যাত সাহিত্যিক হিসেবে নাম করেন এবং তিনিই বিভিন্ন লেখায় Redonda র ইতিহাস তুলে ধরেন এবং সেখানকার পতাকা সহ শাসন ব্যবস্থা কেমন হবে তা লিপিবদ্ধ করেন।Redonda র পরিচিতি বাড়লে কিছু সংখ্যক লোক সেখানে বসবাস শুরু করে। M.P. Sheill মারা যাবার আগে তার বন্ধু King Juan Iকে রাজা হিসেবে ঘোষণা দেন।এভাবে একে একে রাজা বদল হয়ে আসছে সেখানে। বর্তমান সময়ে তিন তিন জন রাজার দাবিদার সেখানে। স্প্যানিশ লেখক Javier Mariasও একজন রাজার দাবিদার।এখানকার সাথে আরো জড়িয়ে আছেন Francis Ford Coppola, Ray Bradbury এবং Alice Munro সহ অনেক লেখক।


The Republic of Minerva



আয়তন ৪ স্কয়ার মাইল

নতুন দেশ আর নতুন ধরনের সরকার পদ্ধতি পরিক্ষামুলক ভাবে চালানোর জন্য অন্যতম আলচিত মাইক্রো নেশন হল The Republic of Minerva। ১৯৭২ সালে রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মিলেনিওর Michael Oliver চেষ্টা চালান এক নতুন দেশ এবং নতুন সরকার ব্যবস্থা প্রচলনের। সে এবং তার শিষ্যরা সাউথ প্যাসিফিকের একটি অংশে ড্রেজিং করে বালু তুলে আর্টিফিশিয়াল ভাবে একটি দ্বীপ বানান যেটাকে নামকরণ করা হয় The Republic of Minerva।এখানে কিছু টাওয়ার তৈরি করা হয় আর ঘোষণা করা হয় ট্যাক্স ফ্রি দেশের, উড়ান হয় নতুন পতাকা।
কিন্তু সাউথ প্যাসিফিকের অন্নান্য রাষ্ট্র ব্যাপারটা ভাল চোখে নেয়নি।The Republic of Minerva স্বাধীনতা ঘোষণা করলে অস্ত্রেলিয়া,নিউজিল্যান্ড টোঙ্গা সহ অন্যান্য দ্বীপ রাষ্ট্র জরুরি আলচনায় বসে এবং টোঙ্গা The Republic of Minerva কে তার দেশের অংশ হিসেবে দাবি করে।টোঙ্গা তার সেনাবাহিনী পাঠায় The Republic of Minervaরাকে নিজেদের আয়ত্তে নিতে,তখন থেকে এটি পরিত্যাক্ত হিসেবেই রয়েছে।

The Dominion of Melchizedek



আয়তন ১৪ স্কয়ার মাইল

The Dominion of Melchizedek হল মাইক্রো নেশন গুলির মধ্যে বিতর্কিত একটা অধ্যায়।১৯৮৬ সালে এটি গঠন করে অনেক বছর জেল খাটা দুই কয়েদী Evan David Pedley এবং তার ছেলে Mark Logan Pedley। এন্টারটিকা মহদেশের একটি ছোট দ্বীপ হল The Dominion of Melchizedek। যা এক সময় হয়ে দুর্বৃত্তদের একটি শক্ত ঘাটি।এখান থেকে ১০,০০০ ডলারের বিনিময়ে বিক্রি হতে থাকে পাসপোর্ট আর ভুয়া ট্রেড লাইসেন্স।এটির অবৈধ কার্যকালাপ নিয়ে মিডিয়াতে ব্যাপক লেখালেখি শুরু হ্য়।কিন্তু থেমে থাকেনি কোন কিছুই।এখন ও এর ওয়েব সাইটে সিটিজেন হওয়ার আবেদন পত্র পাওয়া যায় নির্দিষ্ট ফির মাধ্যমে।The Dominion of Melchizedekএর সবথেকে আলোচিত বিষয় হল ১৯৯৫ সালে ফ্রান্সকে নিউক্লিয়ার বোম্বের হুমকি দেওয়া।


The Principality of Outer Baldonia




আয়তন .০০৬২৫ স্কয়ার মাইল

ক্যানাডার নোভা স্কটিয়ার পাশে এই দ্বিপটি মুলত স্পোর্টস ফিশিং এর জন্য বিখ্যাত ছিল।১৯৪৮ সালে এটি কিনে নেন ধনবান ব্যবসায়ী Russell Arundel। এখানে সে কিছু কটেজ এবং মাছ ধরার লজ তৈরি করেন।প্রত্যেক উইক এন্ডে সে তার বন্ধুদের নিয়ে এখানে মাছ ধরতে এবং মদ খাওয়ার জন্য আসা শুরু করে।একদিন গভীর রাত পর্যন্ত মদ খাওয়ার সময় সে ও তার বন্ধুরা মিলে তৈরি করে সেখান কার সংবিধান এবং স্বাধীনতা ঘোষণা করে দ্বীপটির নাম দেয় The Principality of Outer Baldonia। তারপর থেকে এই দ্বীপের আসেপাশে যারা মাছ ধরত তাদের থেকে কর আদায় শুরু করে Russell Arundelএর লোকজন।এরপর তারা সেখানে তাদের নতুন মুদ্রাও চালু করে এবং অপ্রত্যাশিত ভাবে ঐ খানে মহিলাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়।
Russell Arundel তার ওয়াশিংটন ডিসির অফিসকে তার দেশের এমব্যাসি হিসেবে ঘোষণা করে।মজার ঘটনা হল বিভিন্ন দেশের নানা অনুষ্ঠানে তার ডাক পড়ত,এমনকি ভুল করে একবার জাতিসংঘ থেকে জাতিসংঘের সদস্য হওয়ার আমন্ত্রন পত্রও পাঠান হয়।


Frestonia




আয়তন .০০২৮ স্কয়ার মাইল

১৯৭০ এর শেষ দিকে নটিংহীলের বাসিন্দারা সারা দুনিয়ার আলোচনার কেন্দ্র হয়ে যায় কারণ তারা নিজেদের ব্রিটেন থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করে।তাদের নতুন কমিউনিটির নাম দেয় Frestonia।ফলে ব্রিটেনের অন্যান্য এলাকার লোকজন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে।তারা নিজেদের মধ্যে ভোটের আয়োজন করে এবং ১৯৭৭ সালের হ্যালোইন রাতে তারা আলাদা রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।খুব দ্রুত তারা জাতিসংঘে সদস্য পদের জন্য আবেদন জানায় এবং ব্রিটেন তাদের উপর হামলা করলে সেখানে যেন জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী যেন পাঠান হয় তার জন্যও আবেদন জানায়।
এরপর এখানকার অধিবাসীরা নতুন দেশের জন সংবাদপত্র,স্ট্যাম্প,জাতীয় সংগীত এমনকি একটি ফ্লিম ইনস্টিটিউট ও তৈরি করে যেখানে অধিকাংশ সময় Sex Pistols এর কনসার্টের ভিডিও ফুটেজ দেখান হত।ঐ এলাকা তখন পরিণত হয় counterculture এর স্বর্গ রাজ্যে।১৯৮২ সালে একটি মিউজিক এ্যালবাম বের করা নিয়ে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে। যার পরিপ্রেখখিতে একটি অংশ ব্রিটিশদের সাথে একটি চুক্তিতে আসে এলাকার উন্নয়নে, ফলে Frestonia তার নিজের সারবভউমত্ত হারায়।তাছাড়া অনেক অধিবাসী অন্য জায়গায় চলে যায়।ভেঙ্গে যায় ছোট দেশটি চালানোর সংগঠনটি।কিন্তু আজকের দিন পর্যন্ত ঐ এলাকার আশেপাশের প্রতিবেশীরা তাদের দেখে ভিন্ন চোখে।


Talossa




আয়তন নির্দিষ্ট নয়,তবে ধরা হয় Milwaukee ও Antarcticaর কিছু অংশ এবং ফ্রান্সের কিছু দ্বীপ।

১৯৭৯ সালে Milwaukeeর ১৪ বছরের বালক Robert Ben Madison নিজেকে রাজা এবং Talossa কে সাংবিধানিক রাষ্ট্রের ঘোষণা দেয়।সবাই এটাকে মজা হিসেবেই নেয়।কিন্তু ১৯৯৫ সালে Ben তার Talossa রাজ্যের একটি ওয়েবসাইট বানায় এবং সেখানে সদস্য হওয়ার জন্য প্রচারাভিযান শুরু করে।পুরো Milwaukee জুড়ে সারা পড়ে যায় এবং দ্রুত এর সদস্য সংখ্যা বাড়তে থাকে।এর সদস্যদের বলা হয় Talossafests
এটার সদস্যরা বা তাদের ভাষায় অধিবাসিরা নিজেদের জাতীয় সংগীত রচনা করে এমনকি নিজেদের ভাষা এবং ২৫,০০০ শব্দের নিজেদের একটি ডিকশনারিও বানিয়ে ফেলে।তাদের ভাষাকে বলা হয় Talossan Tongue। ২০০৪ সালে ঘটে সবথেকে মজার ঘটনা যখন সদস্য বা অধিবাসীদের একটি অংশ রাজার বিরুধ্যে বিদ্রোহ ঘোষণা করে এবং নতুন করে দেশটির নাম দেয় Republic of Talossa। আর এসব কিন্তু চলতে থাকে অনলাইনে।যা এখনও চলছে।

Hutt River Province




আয়তন ২৮.৯ স্কয়ার মাইল

Hutt River Province হল সগর্বে টিকে থাকা অন্যতম মাইক্রো নেশন।১৯৭০ সালে অস্ট্রেলিয়ার পার্থের পাশের একটি অংশের কৃষক Leonard Casleyর সাথে গম চাষের জায়গা নিয়ে সরকারের বিরোধ শুরু হয়।যখন সরকারি কর্মকর্তাদের সাথে Leonard Casleyর কোন সমঝোতা সম্ভব হয়নি তখন Leonard Casley অনেক পুরান একটি ব্রিটিশ আইন অনুযায়ী তার নিজের ২৮.৯ স্কয়ার মাইলের সম্পত্তিকে ওয়েস্ট্রার্ন অস্ট্রেলিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন হিসেবে ঘোষণা করে।অস্ট্রেলিয়ান সরকার তাকে কোর্টে তলব করলে কোর্টে সে নিজেকে “His Royal Highness, Prince Leonard of Hutt,” হিসেবে ঘোষণা দেয় এবং প্রাচীন আইন অনুযায়ী কোন শাসককে অস্ত্রেলিয়ান সরকার গ্রেফতার করতে পারেনা এই যুক্তি দিয়ে সে সরকারি তলবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে আসে।সেই থেকে সেখানকার অধিবাসীরা অস্ট্রেলিয়ান সরকারকে কোন ট্যাক্স দেয়না।যদিও অস্ট্রেলিয়ান সরকার তাদের কোন স্বীকৃতি এখনও দেয়নি।
এরপর Price Leonard খুব দ্রুত তার নিজ রাজ্যের জন্য তৈরি করে সংবিধান,পতাকা এমনকি নিজ অঞ্চলের মুদ্রা যা Hutt River Dollar নামে পরিচিত।এখন সেটি পর্যটন অঞ্চলে পরিণত হয়েছে যেখানে পর্যটকরা Hutt River Dollar কিনতে পারে সাথে সাথে ৮০ বছরের প্রিন্সের সাথে ছবিও তুলতে পারে।

The Principality of Sealand




আয়তন .০০০২ স্কয়ার মাইল

কোন মাইক্রো নেশন The Principality of Sealand এর মত নাম করতে পারেনি বা আলচনায়ও আসতে পারেনি।ব্রিটেনের সমুদ্র সীমার শেষ প্রান্তে অবস্থিত The Principality of Sealand হল দ্বিতীয় বিশ্ব যুদ্ধের একটি পরিতাক্ত্য সী ফোর্ট।১৯৬৭ সালে নামকরা পাইরেট রেডিও ব্রডকাস্টার Paddy Roy Bates নিয়োগ পান এখানে “Radio Essex.” এর সাব স্টেশন পরিচালনার জন্য। তখন থেকে Bates এটাকে Sealand হিসেবে পরিচিতি দিতে থাকেন।১৯৭৫ সালে Bates পতাকা,জাতিয় সংগীত,পাসপোর্ট এবং মুদ্রা তৈরি করে এ জায়গাকে স্বাধীন হিসেবে ঘোষণা দেন।বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া পায়। তবে এটি সবার মুখে মুখে চলে আসে যখন Bates এর পুত্র Michael রাইফেল দিয়ে একটি ব্রিটিশ জাহাজে গুলি করে Sealand এর সীমানায় আসার জন্য।মামলা হয় তার বিরুদ্ধে কিন্তু পার পেয়ে যায় কারণ এটির অবস্থান ব্রিটিশ নৌ সীমার বাইরে আর তাই ব্রিটিশ আইন সেখানে কার্যকর নয় বলে।
বর্তমান সময়ে এটা রাষ্ট্র থেকে বেশী পরিচিত ব্যবসার জন্য।এখান এটি offshore data hosting facility হিসেবে ব্যবহার হয় বেশী।তাছাড়া প্রচুর পর্যটক ভিড় করে সেখানে। মাঝে অবশ্য Bates পরিবার এটি বিক্রি করে দিচ্ছিল ৭৫০ মিলিয়ন ইউরো তে,কিন্তু শেষ পর্যন্ত কেন জানি সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।







৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সফলতার গফ শোনান ব্যর্থতার দায় নেবেন না?

লিখেছেন সোমহেপি, ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১:৪৩

মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে চান ভাল কথা, লুটপাট ও পাকিস্তানের বিপরীতে ভারতের স্ত্রী হয়া ঠাপ খাওনের দায়টাও নেন। অপ্রকাশিত সবগুলো চুক্তিপ্রকাশ করেন। ইন্ডিয়ার হাসফাস দেখে মনে হচ্ছে হাসিনা তাগো অক্সিজেন ছিলো... ...বাকিটুকু পড়ুন

নীলপরী আর বাঁশিওয়ালা

লিখেছেন নিথর শ্রাবণ শিহাব, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৮

আষাঢ়ের গল্পের আসর

সন্ধার পর থেকেই ঝুম বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দিনের মত আলো করে। কান ফাটিয়ে দেয়া আওয়াজ। কারেন্ট নেই প্রায় তিন ঘণ্টার ওপর। চার্জারের আলো থাকতে থাকতে রাতের... ...বাকিটুকু পড়ুন

ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫১

ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত... ...বাকিটুকু পড়ুন

আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০১


২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয়... ...বাকিটুকু পড়ুন

চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল

লিখেছেন আমিই সাইফুল, ২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৪

ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা... ...বাকিটুকু পড়ুন

×