পড়ছে মনে অনেক কথা অনেক বছর পর
মন চঞ্চল এমন দিনে বৃষ্টি ঝরো ঝর!
রঙ-মহুয়ার ফুল-ফাগুনের বিকেল বেলার সাঝে
তোর আর আমার প্রথম দেখা অনেক দ্বিধার মাঝে।
তোর দুচোখের সাগর পরে দৃষ্টিখানি রেখে
দেখেছিলাম সেদিন ভুবন অনেক স্বপন মেখে।
হাতখানি তুই ছুঁইয়েছিলি ফেলে সকল লাজ
অনেক দিনের পরে হঠাৎ পড়ছে মনে আজ।
তোর সে পরশ সুধায় বাঁধা ভালোবাসার রাখী,
স্পর্শে আজও হাতের মুঠোয়, ভরায় সজল আঁখি
স্মৃ্তির পাতায় জ্বাজল্যমান, এ্যলবামে সেই ছবি
জানতে বড় ইচ্ছে করে, কেমন আছিস কবি?
বসন্তদিন আজও আসে, কোকিল ডাকে দূরে
যোজন দূরে তুই যে আছিস আমার দুঃখপুরে।
বসন্তদিন
কৃতজ্ঞতা-স্বপ্নজয় ভাইয়া