মানুষ হিসেবে আমি আক্রমনাত্মক কখনোই ছিলাম না। টুকটাক লেখালেখি করতাম। বাংলা লেখা যায়, আবার ঠুসঠাস কমেন্টও পড়ে দেখে সাহস করে শুরু করে ফেললাম। তখন হীরক লস্কর, সুমন চৌধুরী, অমি রহমানের যুগ। তো হীরক লস্কর ছিলেন আমার প্রথম পোস্টের প্রথম কমেন্ট দাতা। বেশ উৎসাহিত হলাম।
ধর্ম নিয়ে মাথার মধ্যে কিছু বিষয় ঘুরত। ধরে নিতাম আমার চিন্তা ভাবনায় ভুল আছে। কিন্তু এখানে এসে দেখলাম আমার মত চিন্তা ভাবনা করে এরকম প্রচুর লোক আছে। মানুষের চোখের দিকে তাকিয়ে যেসব কথা বলা কঠিন সেগুলো ভার্চুয়াল মাস্কের আড়ালে সহজে বলা যায়। আরো মজা পেয়ে গেলাম।
সামহোয়্যারইনের যেসমস্ত দিক গুলো খারাপ লাগত সেগুলো অনেকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম আমি। ফ্রি ব্লগ, অ্যামেচার ডেভলপার, একমাত্র বাংলা ব্লগ এসমস্ত বিশেষনের কারনে প্রতিবার ক্ষমা করে দিতাম। কিন্তু যুঞ্চিক্তের পোস্ট নিয়ে দু-দুবার যে ঘটনা ঘটাল তা দেখে আর সহ্য করতে পারলাম না। এরকম ঘটনা আগেও ঘটেছিল মাসুদা ভাট্টির সাথে, মহুয়া মঞ্জুরীর সাথে (একটু ভিন্ন)। সবার অলক্ষ্যে ভাল ভাল ব্লগার কিন্তু ঝরে পড়ছিল কিন্ত কর্তৃপক্ষ মোরগ লড়াই দেখতেই ব্যাস্ত।
আমার প্রথম খারাপ লাগা শুরু হয় এধরনের বায়াসড মডারেশন দেখে। মাসুদা ভাট্টি, মানবিক, এদের লেখা সরিয়ে ফেলা হত ইসলামের দোহাই দিয়ে অথচ এদের বিরুদ্ধে অজানা নিক নিয়ে যখন আক্রমন হত তখন মডারেটরদের পাওয়া যেত না। এর সাম্প্রতিকতম উদাহরন হল যুঞ্চিক্তের পোস্ট মোছা। প্রথম পেজ থেকে সরাতে পারত, অশ্লীল কিছুতো ছিল। তেমন আহমরি টাইপের যুক্তিও ছিল না যে কেউ ডিফেন্ড করতে পারবে না। তবু ব্লগার স্বাধীনতায় হস্তক্ষেপ করে মুছে ফেলা হল। আমার তারপর থেকে শুরু হল ইনসিকিওর ফিল করা।
বলা হয় কোন সর্ম্পক যখন ভেঙ্গে যেতে থাকে তখন দুজনার খারাপ দিকগুলো হঠাৎ সামনে চলে আসে। তেমনি করে আমার সামনেও এই ব্লগের খারাপ দিকগুলো সামনে আসা শুরু হল। সেই সাথে মনে হতে লাগল আমি, আমরা যারা পরিচ্ছন্ন দৃষ্টিতে সব কিছু দেখি, যুক্তির মাপকাঠিতে বিচার করতে চাই তারা বড় অচ্ছ্যুত এখানে।
এই অনুভুতি চলে যাবার তাগাদা একদিন হয়নি। তাই অনেকদিন থেকে আমরা ক'জন একটা ডোমেইন কিনে রেখেছিলাম। আমি আর অরূপ বাংলা টাইপ আর কনর্ভাসনের স্ক্রীপ্টটা লেখে ফেললাম। টুকটাক আগাচ্ছিলামও কাজ কর্ম। তবে এই সাইট ছেড়ে দেব কখনই ভাবিনি।
যাইহোক যা হবার তা হবে। তবু ছাড়ছি না আপাতত। তবে খুব ধীরে ধীরে ফেইজ আউট হবো। সেটা সত্যি। সে সময়টুকুতে কাটুক ভালোয় সেই আশাতে...
ভালো থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫২