সাধারণত শোনা যায় যারা তার প্রেমিকার কোন কথা ফেলতে পারেন না তাদের কপালে সুখ নাকি খুব ভালভাবে আসে। আর যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তো কথাই নেই। প্রেমিকা থেকে স্ত্রীতে রূপান্তরিত হয়ে তার সবকিছুর উপর কর্তৃত্ব মেনে নিতেই হয় স্বামী প্রবরকে। আবার বিয়ের পর হিতে বিপরীতও হতে পারে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। বিয়ের আগে যে ছেলে তার প্রেমিকার কথা ফেলতে পারতো না সে কি না বিয়ের পর স্ত্রীর কথা খুব একটা রাখে না। এতেই বাধে বিপত্তি।
এতে করে সংসার পর্যন্ত ভেঙ্গে যায়। এরকম উদাহরণ আমাদের সমাজে অহরহ ঘটছে। তাই স্ত্রীদের বলতে শোনা যায় “তুমি তো বিয়ের আগে এমন ছিলে না”। তাই আমাদের উচিত সবসময় নিজের ইমেজ টাকে ধরে রাখা। যাতে করে বিয়ের আগে একরকম আবার বিয়ের পর আর এক রকম না হয়ে যায়। আর এটা করলে আসলে ২ জন ২ জনকে ঠকানোই হয়ে যায়।
এইবার আসুন জেনে নেই আপনার প্রেমিকার / প্রেমিকের কোন কথাগুলোয় আপনি কোন প্রতিক্রীয়া দেখাতে পারবেন না।
•আমি কিন্তু বিয়ের পর মশারি টানাতে পারবো না। তোমার করতে হবে সব!!
খবরদার প্রেমিক ভাইরা!! আপনার প্রেমিকার এমন কথায় কোন প্রতিক্রীয়া দেখাবেন না। তাহলে আপনাদের রিলেশন টিকবে কি না সন্দেহ আছে। তার এমন কথায় জানান যে আপনি নিজেই মশারি টানাবেন।
•ঘরের থালা বাসন কিন্তু মাঝে মাঝে তোমাকেও ধুতে হবে
এই কথা শুনলেই অনেক প্রেমিক ভাইরা রাগে জলে উঠবেন এটাই স্বাভাবিক। অনেক প্রেমিক ভাইরা আবার বলে ফেলতে পারেন যে “আমাকে কাজের মানুষ পেয়েছো”!!! সাবধান থাকুন ভাইরা। প্রেমিকার এই কথায় আপনি কোন নেগেটিভ উপায়ে নিবেন না। বরং এটা ভেবে রাখুন যে ২ জন মিলে একসাথে সংসার সামলাবেন। তাতে বাসায় কোন কাজের মানুষ লাগবে বলে মনে হয় না। কাজের মানুষ এর যে সংকট এখন!!
•বাচ্চাদের খাওয়া দাওয়া, গোসল সব তোমাকেই করাতে হবে কিন্তু
রেগে যাবেন না তার এই কথায় ভাই সকল। ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলে দিতে পারে না। আর তাই আপনার প্রেমিকার এই কথায় নিরবতা পালন করুন নয়ত হ্যা সূচক মন্তব্য করুন।
•তুমি কি আমাকে এইভাবে ভালবাসবে সারাজীবন?
এখানে হ্যা সূচক মন্তব্য করুন। আপনার প্রেমিকার সাথে কখনই প্রতারণা করবেন না। বা মিত্থ্যা কথা বলবেন না। বিয়ের আগে যেভাবে ভালবেসেছেন তেমনি বিয়ের পরও ভালবাসবেন এটাই বলুন।
•তুমি মাঝে মাঝে রেগে গেলে আমাকে যেভাবে চিমটি বা আস্তে করে চড় মারো সেভাবে কি বিয়ের পর ও মারবে?
খুবই ট্রিকি প্রশ্ন এটা। প্রেমিক ভাইদের বলছি আপনাদের সম্পর্ক থাকাকালীন যদি এই অভ্যাস আপনাদের মধ্যে পরিলক্ষিত হয় তাহলে কিছুটা প্রব্লেম হতেই পারে। কারণ মেয়েরা বিয়ের আগে অনেক ভেবে চিন্তে কোন বিয়ের ডিসিশন নেয়। যদি আপনার মধ্যে এমন ব্যাপার সে দেখে থাকে তাহলে সে এটা নিয়ে অনেকবার ভেবে দেখবে। যেটা হয়ত আপনারা ভেবে নাও দেখতে পারেন। আর তাই নিজের হাতকে সংযত রাখুন।
•বিয়ের পর আমরা সবার সাথে থাকবো
এটা বিয়ের আগে প্রেমিকারা বলেই থাকে। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। আর সব বুঝে যদি আপনি তখনই প্রতিক্রীয়া দেখান তাহলে হিতে বিপরীতও হতে পারে। ভবিষ্যতের চিন্তা বর্তমানে করে ফেললে চলবে না। দেখা গেল আপনার ইচ্ছা আলাদা থাকবেন পরিবার থেকে তাহলে তখনই এটা নিয়ে ভাবতে বসে যাবেন না। আর কোন মতেই আগে আগে প্রেমিকাকে বলতে যাবেন না। কারণ ভালবাসার আবেগ তখন মেয়েদের বেশি থাকে। আর তাই তারা এসব কথা বলতেই পারে। তার এমন কথায় “ঠিক আছে” বা এরকম কোন কথা বলে এড়িয়ে যান।
•তোমার সবকিছু তো এখন আমরই। আর তাই তোমার আম্মু আব্বু কে আমি তোমার মত করেই ডাকবো
ভাই সকল উত্তেজিত হয়ে আপনার প্রেমিকার এই কথাতে কোন রকম না সুচক বাক্য ব্যয় করবেন না। সে আপনার পরিবারকে আপন করে দেখে বলেই হয়ত এমন বলেছে। তাই তাকে বলার সুযোগ দিন।
•আমরা মাঝে মাঝে বাচ্চাদের বাসায় রেখে হুট করে বের হয়ে যাবো
এটা প্রেমিক অথবা প্রেমিকা উভয়েই বলে থাকে। তাই কেউ এই কথায় না সুচক কিছু বলবেন না। বিয়ের পর বাস্তবতা বেশ কঠিন হয়। হুট করে এভাবে বের হওয়া যায় না এটা সবাই জানে। আর তাই সেই সময়ের চিন্তা আগে ভাবে করে লাভ নাই কোন। এ জন্য হ্যা সুচক মন্তব্য করুন।
•তুমি আমাকে কুড়ে ঘরে রাখলেও আমি তোমার সাথে থাকবো
প্রেমিকার অতিরিক্ত আবেগময় কথা। তার এই কথায় কোন প্রতিক্রীয়া দেখাবেন না। দেখালে তার মন বিদ্রোহ করে বসতে পারে। বাস্তবে ঢাকা শহরে যদি থাকেনই তাহলে কুড়ে ঘরে থাকার প্রশ্নই আসে না। সরাসরি তার কথা সম্মতি প্রকাশ করুন।
•আমার এত টাকা পয়সার দরকার নাই
তার এই কথায় খুব বেশি উৎফুল্য হওয়ার কিছু নেই। তাই বলে কোনরকম উত্তেজিত হয়ে যাওয়ার ও কোন মানে নেই। আর তাই বুঝে শুনে উত্তর দিন।
ব্যাস আজ এ পর্যন্তই থাকলো। ভাল থাকুন সবাই আর বুঝে শুনে পথ চলুন।
বিঃদ্রঃ কারো লেখার সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতাল মাত্র। একটি ১৫৪ ধারা পরিবেশনা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১১ রাত ১২:২৮