এই ছবিটি আগে দেখানো হয়েছে। এটি শুধুই বাংলা ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক আয়োজিত "ছবিতে ফুটে উঠুক বাংলাদেশ" শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শণীতে থাকছে। স্থানঃ দৃক গ্যালারি, সময়ঃ ২৫ থেকে ২৯ নভেম্বর, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবাই আমন্ত্রিত

ছোট বেলায় বাবার সাথে ক্ষেতে গিয়ে আমিও দু'একবার টেনেছি; অবশ্য সেটা শখের বশে। এই যান্ত্রিক যুগে এখনো এরকম দৃশ্য চোখে পড়ে। ছবিটি সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তোলা।
গাছের পেঁপের দিকে কু-নজর দিলেও অসুবিধা নাই। প্রতিষেধক দেওয়াই আছে।

গ্রামের দিকে এখনো বিয়ে কিংবা পূজা-পার্বনে বাংলা বাজনদার (আঞ্চলিক- মুচি বাজনদার) দেখা যায়। এদের দলে শানাই অন্যতম বাদ্য। তবে ব্যান্ড পার্টির (আঞ্চলিক- ইংরেজি বাজনদার) দৌরাত্মে এদের পেশায় বর্তমান আকাল চলছে। ছবিটি দুর্গা পূজার সময় আমার গ্রাম থেকে তোলা।
এদের দেখলে কেন জানিনা আমার খুব শ্রদ্ধা বোধ কাজ করে।
দাদমর্দনের ফুল। নামের সাথে কামেও সেই রকম। দাউদের উপর এর পাতা বেটে লাগালে দাউদ ভেনিস। মারাত্মক উপকারি একটি গাছ। ফুলটাও আমার খুব ভাল লাগে।
এবার আমার আনাড়ি হাতের কিছু ম্যাক্রো ছবি দেখাবো। ম্যাক্রো করার জন্য যন্ত্রপাতি যোগাড় করার প্রচেষ্টা চলছে। আপাতত জোড়াতালি মেরে কিছু চেষ্টা করছি, যদিও Dof খুব ভাল আনতে পারিনি সব গুলোতে। এগুলো যে কত X তারও হিসাব-নিকাশ আমার কাছে ক্লিয়ার না। ধারণা করে নিবেন।
গহনা। ছবির এই অংশের মূল সাইজ ৪ মি.মি.
আরো বড় করে দেখতে
কালিবাউস মাছ।
ছাদের সিলিংয়ে কিংবা ঘরের কোনে যে লম্বা ঠ্যাং ওয়ালা মাকড়সা দেখা যায়, এ হলো সেটা।
আরেকটু বড় করে দেখতে ক্লিক করুন
খাদ্য গ্রহণে রত...
বড় করে দেখতে ক্লিক করুন
বড় করে দেখতে ক্লিক করুন
মশা (এটা ঠিকমত ফোকাস করতে পারি নি)
বড় করে দেখতে ক্লিক করুন
রাতে বাল্বের পাশে যে ছোট পোকা/প্রজাপতি দেখা যায় তার একটি। সাইজে এটি ১ সেন্টিমিটারের কম ছিল। ছবিতে এর পিঠের দিকটা দেখা যাচ্ছে।
বড় করে দেখতে ক্লিক করুন
এটার সাইজ ১ সেন্টিমিটারের মত। চোখটা ফোকাসে আনতে পারিনি। গায়ের পালক গুলো খানিকটা যেন পাখির মত। বড় করে দেখতে ক্লিক করুন।
পোষ্টটা বোধ হয় একটু বড় হয়ে গেল। দেখার জন্য ধন্যবাদ আপনাকে।