
আমার ছবির মধ্যে ল্যান্ডস্কেপ এর সংখ্যাই বেশী। গুনগত ও শিল্পমান বিচারেআমার ছবিগুলো হয়ত নিতান্তই সাধারণ, তবুও আমার সাদামাটা দৃষ্টি দিয়ে গ্রাম বাংলার দৃশ্যগুলো ধারণ করার নেশা দিন দিন যেন বেড়েই চলেছে। আর ব্লগেও ওগুলো শেয়ার করার লোভ ও সামলাতে পারিনা। সবার মন্তব্যও দারুন প্রেরণা দেয় আমাকে। আজ শেয়ার করব গত সপ্তাহে ছুটিতে গিয়ে তোলা কিছু ছবি। ছবিগুলো যশোরের ভবদহ অঞ্চলের।

নির্জন দুপুর

নীল আকাশে সাদা মেঘের ভেলা

নিভৃত চারণ

অলস দুপুর বেলা

ধান ক্ষেত

চিংড়ি চাষের ঘের

সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো...
ক্যামেরাঃ নিকন ডি৯০, লেন্সঃ ট্যামরন-১৭-৫০এমএম, ফিল্টারঃ সিপিএল।
পোষ্ট প্রসেসিং-ফটোশপ, লাইটরুম।