
হাওরের মেঠো পথ গুলো এখন ডুবু ডুবু

বিস্তীর্ণ হাওরের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কিছু গাছ, আকাশের সাথে ওদের মিতালী।

যোগাযোগ এখন সবখানে

জেলেদের কাছে গেলে দেখা যায় এমন মাছ

মন মাঝি তোর বৈঠা নে রে আমি আর বাইতে পারলাম না....

হাওর অঞ্চলে আমার দেখা একমাত্র খেজুর গাছ

ইঞ্জিন চালিত প্রতিটি নৌকাতেই বিশ্ব কাপের প্রিয় দলের পতাকা

হাওরের কোন কোন জায়গায় মনে হয় এই বুঝি সুন্দরবন চলে এলাম।
আজ সারাদিন করচার হাওরে ঘোরার ফাঁকে ফাঁকে তোলা ছবির কয়েকটি শেয়ার করলাম। বর্ষায় হাওর দেখতে খুব সুন্দর। তবে এই সময় এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন। বুঝতে হলে আসতে হবে হাওরে এই সময়ে।