
স্মৃতিঝর্ণায় একদিন...
একদিন ভিড় ঠেলে আসা অচেনা আলোর প্রবেশ,
চেনা চেনা রোদমাখা ঘাসে হয়তো বা রাস্তার শেষ।
একদিন ডায়েরির পাতা এলোমেলো করে দেয় ঝড়,
হৃদয়ের পুরোনো দালান ডুবে যায় বৃষ্টির পর।
একদিন মেঘলা দুপুর, উচাটন হয়ে যায় মন,
নিঃঝুম কলতলা জুড়ে পড়ে থাকে বাসন কোসন।
একদিন মুখচোরা হাওয়া চুপিচুপি এসে উঁকি মারে,
দরকারি সব কাজ ফেলে একছুটে জানলার ধারে।
একদিন পাহাড়ের নিচে জমে থাকে কুয়াশার ঘ্রাণ,
দলছুট শালিকের চোখে কাজলের যত অভিমান!
একদিন অজ্ঞাতবাসে রাত জাগে আকাশপ্রদীপ,
শুরু হয় অকাল শ্রাবণ, ভেসে যায় নিভৃত দ্বীপ।
একদিন গোলাপের কাঁটা এড়িয়েছে রক্তের টান,
ঠোঁটময় মাখামাখি হয় ঝিকমিকে জোনাকির গান।
একদিন সেই একদিন... ভালোলাগা কষ্টের ঢেউ,
জ্যোৎস্নায় মোড়া অনুভব আলগোছে রেখেছিল কেউ!
এবং ঝাউপাতার জন্য ফিসফিসানি...
চোখ যদি হয় ভরা নদী আকাশের দিকে চেয়ে দেখো,
যেখানেই থাকো ভালো থেকো, মনে রেখো শুধু মনে রেখো...
গ্রাফিক্স এডিটিং ইন্টারনেটে পাওয়া ছবি দিয়ে করা