
রাত জাগে ল্যাম্পোস্ট একা, হাই তোলে সোডিয়াম আলো,
কার্নিসে গুটিসুটি মেরে ছায়াগুলো হয় ঘন কালো।
উড়ে যায় নীল কষ্টেরই এলোমেলো বুদবুদ কিছু,
অচেতন স্বপ্নের রঙ ছুটে চলে তার পিছু পিছু।
মনিটর বিপ্ বিপ্ করে ইন্টেনসিভ ইউনিটে,
চেতনার প্লাস্টিক রঙ হয়ে গেছে আজ চেলচিটে!
আকাশের অগোছালো তারা ছায়াপথ ধরে হেঁটে চলে,
স্বপ্নের রঙ ভেসে যায় হাইড্রেন উপচানো জলে।
ঝরে পড়ে শিশিরের ফোঁটা, ঝরে পড়ে অভিমানগুলো,
খসখসে অনুভব যত মেখে নেয় রাস্তার ধুলো।
জানলার ছিটকিনি সবই ভেঙে গেছে আচমকা ঝড়ে,
স্বপ্নের রঙপেনসিলে আঁকিবুকি লাসকাটা ঘরে।
রেটিনায় সংকেত লেখা আলেয়ার উচাটন সুরে,
শূন্যতা ভরা শেষ ট্রেন বুক চিরে চলে যায় দূরে,
পড়ে থাকে শব্দের ছায়া একরাশ যন্ত্রণা ঘেরা;
কংক্রীটে লেপটানো চাঁদে স্বপ্নের রঙ খুঁজে ফেরা!
গ্রাফিক্সঃ লেখক