
হারিয়ে যাওয়া সব বৃষ্টিরা ফিরে আসুক...
সব মরুভূমি হোক চিরহরিৎ অরণ্য...
সরিয়ে দিলে সামনে থেকে, যেতেই হবে দূরে।
ঝোড়ো হাওয়ায় যা ছিল সব কোথায় গেছে উড়ে,
পথ হারালে গহীন বনে ফিরবো না আর কাছে,
হয়তো কিছু সবুজ স্মৃতি থাকবে মিশে গাছে।
হয়তো তোমার বালির চরে রোদের ঝিকমিকে
ছড়িয়ে থাকা হাসির ঝলক অনেকটা আজ ফিকে।
যে হাওয়াতে উড়তো তোমার শাড়ীর আঁচলখানি,
থমকে গেছে কবেই, আকাশ বড্ড অভিমানী।
জমাট বাঁধা মেঘের বুকে বর্ষা ছলোছলো,
চোখের ভিতর রুক্ষ মাটি, একফোঁটা নেই জলও!
বোহেমিয়ান শব্দ পাড়ি দিচ্ছে মরুভূমি,
ভালোবাসার বৃষ্টি নিয়ে আসবে না আর তুমি।।
গ্রাফিক্সঃ লেখক