হ্যালো রিজওয়ান ভালো আছো। তুমি কি করছ এখন। আমি বসে বসে সিগারেট খাচ্ছি আর ধুয়া গলাধঃকরণ করচ্ছি।
তোমার ব্যস্ততা দেখে আমার হঠাৎ করে এই চেয়ারটা কিনে পাঠাতে ইচ্ছা করল। তোমার জন্য এটা ফিট কিনা বলবে।
জানো আজকে কি হয়েছে? আমার অফিসটা টোটালি নেটওয়ার্ক করে ফেলেছি। এখন যেখান থেকে ইচ্ছা লগ ইন করা যাচ্ছে। আরো মজার মজার অনেক খবর আছে। তুমি তো অফিসে আসোইনা। তোমার অপেক্ষায় আমার সারাটাদিন কাটে। তুমি তো আর আসোনা। আজকাল তোমার বিরহে আমার দিনগুলি নিদারুণ বেদনার মধ্য দিয়ে কাটছে।
অফিসের ব্যস্ততা আর নিজস্ব পার্সোনাল কাজ এই দুইয়ের চাপে তেমন একটা চ্যাট করা হয়ন। তবে এই সাইটটাতে মাঝে মাঝে লিখালিখি করি আর কি? বাংলায় লেখা লেখি করার যে মজা সে মজা কি আর অন্য কিছুতে পাওয়া যায় বলো?
যাই হোক অনেক ভালো লাগল তোমাকে চিঠি লিখতে পেরে। চিঠিটা যত্ন করে রেখে দিও। দেখো আর কেউর হাতে যেন না পড়ে। সাবধান। আর ঘর হতে তেমন একটা বের হইওনা। রাজনৈতিক ও পারিপাশ্বর্িক অবস্থা খুবই খারাপ। শরীরের প্রতি যত্ন নিও। আর আন্টিকে আমার সালাম দিও।
আজকের মতো এখানেই শেষ করছি।
গুডনাইট
---ইতি ===পাগলা বাবা=======