আহা!!মানুষের যে কত্ত রকমের শখ!!কত কেউ কত কিছু নিজের কালেকশনে রাখে!!আমার ভাইয়াও অনেক স্ট্যাম্প জমাইছে!!সেইগুলা দেখলে মনে হয়,"ইশ!!কি ধৈর্য!!"


আমার আপুর কালেকশনে আছে পুরানদিনের যত জিনিস!!খুব যে পুরান তা না!!দাদু-বুবু,নানা-নানু দের আমলের জিনিস থেকে শুরু!!আমাদের পিচ্চি বেলার জিনিস দিয়াও তার ড্রয়ার ভর্তি!!


ভাইয়া আর আপুর শখের কথা বললাম।আমারও কিন্তু একটা শখ আছে!!আমারও আছে একটা বিরাট কালেকশন!!কয়েকমাস আগে শুরু করছি এই কালেকশনের কাজ!!আমার এই বিরাট কালেকশনের কথাই বলব আজকে!!


প্রথমেই বলি,আমি কি কালেক্ট করি!!আমি বাংলা ছিঃনেমার নাম কালেক্ট করি।


কেন করি সেটা বলিঃএকদিন আমি স্কুলে যাইতেছিলাম।রাস্তায় একটা ছিঃনেমার পোস্টার দেখলাম।নাম,"গরিবের এক দিন বড় লোকের দশ দিন"।

নাম দেইখা তো আমি অবাক!!











ছিঃনেমার নামের কিছু নিদর্শন দেখাইঃ
১/ এক টাকার বউ
২/রিক্সাওয়ালার ছেলে
৩/সিস্টেম
৪/অগ্নিকন্যা
৫/ভন্ড প্রেমিক
৬/মাই নেম ইজ সুলতান
৭/বিদ্রোহী গার্মেন্টস মেয়ে
৮/অবুঝ বউ
৯/পৌষ মাসের পিরিতি
১০/ঢাকাইয়া মাইয়া বরিশাইল্যা পোলা
১১/দজ্জাল শাশুরী
১২/ভয়ংকর নারী
১৩/মেশিন ম্যান
১৪/বাংলার কিংকং
১৫/শত্রু শত্রু খেলা
১৬/জামেলা সুন্দরী
১৭/ভালবাসলেই ঘর বাধা যায় না
১৮/মাথা নষ্ট
১৯/পিরিতির আগুন জ্বলে দ্বীগুন
২০/নিষিদ্ধ প্রেম
২১/দুই বধু এক স্বামী
২২/জঙ্গলদ্বীপে টারজান
২৩/জমজ
২৪/ভালবাসা দিবি কিনা বল (love me or kill me )
২৫/খুনী শিকদার
২৬/হায় প্রেম হায় ভালবাসা ( Disperate for love )
২৭/তুফান আমার নাম
২৮/সেই তুফান
২৯/হট লাইন
৩০/নিখোজ সংবাদ
৩১/হায় কি হবে?
৩২/ওরা আমাকে ভাল হতে দিল না
৩৩/আমি ভাল হতে চাই
৩৪/দাগী সন্তান (love and bullet )
৩৫/কাবিন নামা
৩৬/মন বসে না পড়ার টেবিলে