ছোটবেলায় পড়েছিলাম, উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভাল। এটা কতটুকু সত্য তা ঠিক সেভাবে কখনও বাস্তব জীবনে উপলব্ধি করার সুযোগ পাইনি। অবশ্য যে বয়সে পড়েছিলাম, সে বয়সটা একটা বয়স ছিল। সে বয়সে অত শত বোঝার ক্ষমতাও তৈরি হয়না। আর বয়স বাড়তে বাড়তে যে শিক্ষা পাচ্ছিলাম তা চিন্তাশক্তিকে ধীরে ধীরে জাগ্রত করছিল কিন্তু উপলব্ধির জানালাটা তখনও বন্ধ ছিল।
আজ এই বয়সে এসেও অনেক কিছু বুঝি আবার অনেক কিছুতেই সমস্যা তৈরি হয় বোঝার ক্ষেত্রে। অনেক কিছু বোঝার চেষ্টাও করিনা আবার হয়ত বা অনেক কিছু বুঝেও বুঝিনা।
এক ছোট সন্তান তার মাকে বলছে, মা, রাতের বেলা আমার প্রস্রাব এলে আমাকে জাগিয়ে দিও। তখন তার মা তাকে বলল, বাবা, তোমার প্রস্রাব এলে তুমি নিজেই জেগে যাবে।
সুশিক্ষিতি লোক মাত্রই স্বশিক্ষিত। কিন্তু সেই শুভবুদ্ধি কি আমাদের এখনও জাগ্রত হয়েছে? আমার ক্ষেত্রেই আমি সন্দিহান। মাঝে মাঝে কেমন যেন গোলমেলে লাগে, ঘিঞ্জি পাকিয়ে ফেলি।
ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, ছবি নাকি কথা বলে যদিও ছবির মানুষের বয়স বাড়েনা। নিচের ছবিগুলো কি কোন লুকোনো ম্যাসেজ দিচ্ছে? নাকি সবই আমার বাড়িয়ে দেখা বা বাড়িয়ে দেখার ব্যর্থ চেষ্টা, ব্যর্থ দৃষ্টিভঙ্গি?
আরও জানতে চাইলে...
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৬