পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। ধর্মপ্রান নেট ব্যাবহারকারীরা এসময় যে জিনিষটি হাতের কাছে পেলে সবচেয়ে খুশি হবে সেটি সম্ভবত কোরান নিয়ে করা কোন বাংলা ওয়েব সাইট। সেরকম একটি ওয়েব সাইট রিভিউ দিতে যাচ্ছি আজ।
ইতিপুর্বে কোরান বিষয়ক বাংলায় দেখা যেকোন ওয়েব সাইট থেকে এই সাইটটি অনন্য। এক কথায় বলা যায় চমৎকার। এখানে কোরানের প্রতিটি সুরা'র আরবি বাংলা ও ইংরেজী একই সাথে দেয়া হয়েছে যা কোরান অনুরাগীদের জন্য খুবই কার্যকরী হতে পারে। আছে সার্চ ইঞ্জিনের ব্যাবস্থা। যেকোন পেজ থেকে যেকোন সুরাতে চলে যাবার জন্য রয়েছে ড্রপ ডাউন লিষ্ট বক্স। এর ডাউনলোড সেকশানে রয়েছে সুললিত কণ্ঠে দেয়া বিভিন্ন দেশের আজানের ধ্বনি। যা শুনে যেকোন মুসলিমের হৃদয় দুলে উঠবে।
সর্বপরি বাংলা বাংলা ভাষায় কোরান নিয়ে করা একটি শ্রেষ্ঠ সাইট। যা বাংলা ওয়েবের জগতে এনেছে নতুন মাত্রা।
সাইটি বৈশাখী ফন্টে করা হয়েছে। সুতরাং ফায়ারফক্স ব্যাবহারকারীরা [লিংক=যঃঃঢ়://য়ঁৎধধহংযধৎববভ.ড়ৎম/ভড়হঃ/নড়রংযশযর.বীব]এই লিংক থেকে[/লিংক] ফন্টটি ডাউনলোড করে নিতে হবে আগে।
সাইট লিংক: http://www.quraanshareef.org/
[লিংক=যঃঃঢ়://িি.িয়ঁৎধধহংযধৎববভ.ড়ৎম/]সরাসরি চলে যেতে এখানে ক্লিক করুন[/লিংক]