সোফিয়া নামক রোবট নিয়ে দেশ বিদেশে সমানে যে ধাপ্পাবাজী শুরু হয়েছে, তা নিয়ে না লিখে নিজেকে সংযত রাখতে পারছিনা বলে এই পোষ্ট।
আমার গ্রেজুয়েশন থিসিস এ anthropomorphic robot (মানুষের মত আচরন করতে পারা রোবট) নিয়ে কাজ করার সুবাদে অল্প-বিস্তর রোবটিক্স নিয়ে যা জানি এবং এই রোবট নিয়ে এযাবৎ যা দেখেছি আর পড়েছি তাতে আলবৎ বলতে পারি এটা একটা smart chat engine ছাড়া আর কিছু না। এখানে artificial intelligence এর কিচ্ছু নাই।
এর ডেভেলপার রা এটাকে একটা face দিয়েছেন, এই রোবোট language process করে (speech to text conversion যা আমরা মান্ধাত্তা আমল থেকে দেখে আসছি) এটা কি Joyful sentence? নাকি sad sentence? নাকি flat sentence এটার উপর ভিত্তি করে face ভেতরে থাকা মটর গুলা রোটেট করে। যদিও এটার Sad expression নাই।
আর lip movement আরো ফানি। এটা শুধু ওষ্ঠ বর্ন (m,f,b,p,v) আসলে, lips touch করে, কথা বলার সময় কোন tongue movement নাই।
এর মধ্যে keyword scan করে আগের থেকে কপি করা sentence গুলা match করায় আর উত্তর speaker এ বাজতে থাকে।
এর স্টুপিডিটির সিম্পল কিছু Example দেই:
আপনি যদি ask করেন, "what do you think of humans?" ফটাফট মুখস্ত রাখা answer বাজায়ে দিবে, but এর পর যদি ask করেন, "Can you tell more about it?" সোফিয়া একটা ভক্কর চক্কর লাইন বলবে, যার কোন মানে আপনি দাড় করাতে পারবেন না। কারন সে জানেনা এখানে 'it' বলতে আপনি কি বুঝাইছেন?
পৃথিবীতে অনেক intelligent রোবোট আছে যারা সোফিয়ার চাইতে way too smarter and way too functional. Stupid সৌদি সরকার stupid একটা chat engine কে citizenship দিয়ে দিছে, আর এটা নিয়ে শুরু হয়েগেছে ধাপ্পাবাজীর ব্যবসা।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪