ধীর পায়ে প্রবেশ করতেই তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল। চারপাশে ক্যামেরার ফ্লাশ--ক্যামেরাম্যানদের হুড়োহুড়ি, "ভাইয়া, এদিকে তাকান, এদিকে একটু, হাসি, হাসি!!" লজ্জায় লাল হয়ে লালে আবৃত পরীর পাশে বসলাম। সিনেমা-নাটক দেখেছি কত-শত! নায়কের জায়গায় নিজেকে কল্পনা করে অশ্রুজলে চোখ ভিজিয়েছি কতবার! আজ আমিই নায়ক। নায়িকার পাশে বসে আবেগী হৃদস্পন্দন, মুখে লজ্জামাখা আনন্দ-হাসি।
মুনাজাতের সময় চোখের পানি সামলানো মুশকিল হয়ে গেল। সিনেমার নায়কেরা এক এক সিনেমায় এক একজন নায়িকার সাথে অভিনয় করেন। বাস্তবের জীবন তো দুটি, এই জীবন আর আখিরাতের অনন্তকাল। আমি যেন ওঁকেই সবখানে পাশে পাই, আল্লাহকে খুব করে বললাম।
চারিদিকে উচ্ছ্বাস-শোরগোল। বাইরে গুড়িগুড়ি বৃষ্টি। আংটিতে এক ফোঁটা পানি পড়তেই চটপট করে মুছে ফেললাম। আমার মনের আংটির ঔজ্জ্বল্য যে একটুও কমতে দেয়া যাবে না!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ সকাল ৭:৫৫