

ঢাকা শহর থাকেন অথচ জ্যাম এর সাথে পরিচিয় নেই এমন লোক পাওয়া যায় না বললেই চলে। কোন না কেনা সময় নিশ্চই কোনভাবে জ্যামে ভুগেছেন। নিজের উপর, ট্রাফিক পুলিশের উপর, সরকারের উপর বা কোন যানবহনের উপর নিশ্চই রাগটা ঝেরেছেন।
আমরা সপ্ন দেখছি আবার সরকারও সপ্ন দেখা্চ্ছে উড়াল সেতু বা মেট্রো রেল এসব হলে হয়তো জ্যাম থাকবে না। কিন্তু আসলেই কি জ্যাম কমবে, জ্যামে বসা থাকা মূল্যবান সময়ের অপচয় কমবে!
মনে হচ্ছেনা কমবে। যতদিন না পর্যন্ত একটু ভালো থাকা বা ভালো সুযোগ, সুবিধা নেয়ার আশায় ঢাকামুখি হওয়া কমবে।
সরকারকেই উদ্যোগ নিতে হবে মফস্বলে ঢাকার সুযোগ সুবিধা সম্বলিত করতে।

সম্প্রতি একটি টেলিকম কোম্পানীর বিজ্ঞাপনেই এ দৃশ্য উঠে এসেছে। ছেলেটি তার বাবা, মায়ের সাথে মফস্বলে থাকতে চায় কিন্তু তার বাবা তাকে বলে ঘরে বসে ভবিষ্যত দেখা যায় না ভালো কিছু করতে হলে বাড়ীর বাহিরে (ঢাকা) যেতে হবে।বিজ্ঞাপনটিতে পরোক্ষভাবেই শহরমুখি হওয়ার প্রনোদনা যোগাচ্ছে।
ঢাকাতে আমরা যারা স্বল্প আয়ের মানুষ বাসা ভাড়া, বিদু্ৎ, গ্যাস, পানি, ডিস বিল। বাজার খরচ, বুয়ার বেতন দিয়ে কতই বা জমাতে পারছি? সমান, সমান চলছি। কথায় আছে বিপদের হাত পা নেই বিপদ আসলে হয়তো ধার করেই চালাতে হবে। শুধু এটুকুই শান্তি গ্রামে সবাই জানে ভালো জব করি, ভালোই আছি।
কিছুদিন আগে গ্রামের বন্ধুদের বলছিলাম ঢাকা শহরে আর ভালো লাগছেনা। শব্দ দুষন, বায়ু দুষন, জ্যামে অতিষ্ট হয়ে যাচ্ছি আরো অনেক সমস্যা ভাবছি গ্রামেই কিছু করবো। বন্ধুরা ভয় দেখাল, দেখ গ্রামে আসলে জিরো হয়ে আবার শহরমুখি হবি। দেখ আমরা যারা এখানে আছি শান্তিতে নেই, প্রতি বছরেই ব্যবসা চেঞ্জ করছি। কোনটাই লাভের মুখ দেখছি না। ওরা হতাশ করে, গ্রামে গিয়ে শান্তিতে থাকার সপ্ন ভংগ করে। পরে রই সেই যন্ত্রনাময় শহরে।

এবার আসি শিরোনাম ও ছবির কথায়। ছবিতে যাকে দেখছেন সে হলো আমার সারে তিন বছর বয়সি ভাগ্নে তামজিদ। সম্প্রতী তার বাবা মুন্সিগঞ্জে ভালো চাকুরী, অফিস থেকে পাওয়া ফ্রি সুন্দর বাসা ছেড়ে ছেলে এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকায় চলে এসেছেন। সেখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় চলে আসতে বাধ্য হলেন। ছেলে কয়েকদিনই ঢাকা শহরের প্রধান সমস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গত সপ্তাহে ওদের বাসায় যেতেই হাত ইশারা করে বলছে মামা দেখো। আমিতো ছেলের এমন কান্ড দেখে চক্ষু চড়াগ গাছ। সারে তিন বছর বয়সী ভাগ্নে যে সমস্যা ১ সপ্তাহে টের পেল তা আমাদের বর্তমান আর বিগত কুম্ভকর্ণ সরকার প্রধানদের এত বছরেও টনক নরলো না!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৯