তোমার শরীর খুবলে যে রচনা করেছে একটি কবিতা,
সে হয়েছে কারো জন্মদাতা, কারো অভিভাবক!
তোমার প্রস্ফুটিত চিবুকে ওষ্ঠাধরের ঊষ্ণ পরশে
জেগেছিল অদমনীয় শিহরণ প্রতিটি কোষে,
অতঃপর শরীর জুড়ে বেসামাল জোয়ার!
অতঃপর ছন্দপতন, যেন তুমুল ঝড়ের শেষে
নিস্তব্ধ শীতল দীর্ঘ রাত;
আঁধার বটে - কিন্তু সবকিছুই স্পষ্ট!
অতঃপর কোনো এক শুভক্ষণে
নিজের অস্তিত্ব জানান দিয়ে জন্ম নিল এক কবিতা,
দিকে দিকে ছড়িয়ে গেলো সে উল্লাস,
কে জানতো - কবিতাটি ছিলো নিকৃষ্ট অন্ধকারের।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১