ভাতের হাঁড়ি উল্টে দিয়ে উপোষী রাত পুড়ে গেলো
পুড়ে গেলো চোখের আঁচে কান্নার কিছু স্বপ্ন!
তড়পানো আঁধার জানে কতটা জ্বলেছে মোমবাতি
বাতিটি হাড় জিরজিরে লাঙ্গলের নিচে থাকা কঙ্কাল
অবয়বটি হাঁফ ওঠা ধু ধু রোদ্দুরে শরীর ধুয়ে ফেলা
স্নানটি শেষ পর্যন্ত বাদার পথ ছেড়ে উঠে আসা ঢেউ
স্বপ্নগুলো ছেঁড়া কাঁথায় বিনিদ্র রাত, নদীর বুকে পলি
চরটি শেষ গাজনের দণ্ডি কাটা পুরুষ্টু ধানী বউ।
শব্দের ঘোমটা টানা প্রেমিক আমি, এক না-মানুষ
পুরুষ বটে; সর্বস্ব উজাড় করা ভালোবাসার দরিদ্র পুরুষ!
০৩.০৭.২০১৪│১১.২৮│ ধানমণ্ডি