যেটুকু সময় তুমি ছুড়ে যাও ইট
শ্লোগানে শ্লোগানে খোলো মগজের গিঁট
যেটুকু সময় তুমি বেপরোয়া বীর
তোমাকে রাখবে ঘিরে মিছিলের ভীড়
যেটুকু সময় ভোল বেচে দেয়া দিন
সেটুকু সময় তুমি স্বাধীন, স্বাধীন!!
যেটুকু সময় তুমি আবেগ ঘন
মিছিলে স্লোগানে তুমি রিনিরিনি রন।
বাতাসে শঙ্খচিল, আলোর ঝিলমিল
ফিনকী ছুটে রক্ত, কষ্টের রঙ নীল।
কে বলে কবিতায় প্রতিবাদ
ছড়ায় ছড়ায় হারানো সুর,
বেথিত হৃদয়ের জিজ্ঞাসা বাদ
উন্নয়ন সড়কে তুমি কতদূর?
যেটুকু সময়ে চলে, তোমার প্রশ্নবান
আরাধ্য রজনী, তার কলতান।
বিবেক না মানুষ, অথবা মনুষত্ব
বলার অধিকার আজ অনুরক্ত।
যেটুকু সময়, আমি আমিকে
বন্ধী রাখি দেয়ালে দেয়ালে,
স্বাধীনতার বাক অবাক
সব যেনো আড়ালে আড়ালে।
ফিরে ফিরে আসি বলতে কথা এই এখানে। পেতে প্রিয় কিছু মানুষের সানিধ্য। ব্যাস্ততা আমাকে ঘিরে ঘিরে রাখে তবু ফিরে ফিরে আসি। এই ব্লগ নগরে। সাহস দিলে নিয়মিত হব। বলবো মনের সব হারানো কথা খুঁজে। সবাই ভালো থাকুন। প্রিয় সামু ভালো থাকুক। আর কোন নষ্ট চোখের জ্যোতি যেন না পড়ে। আলোর আলোকবর্তিকায়। কথা দিলাম আবার ফিরবো আমার রম্য নিয়ে আপনাদের তরে। সেই সে আড্ডায়। বহুদিন পর সেদিন কথা হলো প্রিয় মানুষ জানা আপার সাথে। যার জন্য এই প্ল্যাটফর্ম। রিয়েল লাইফে মডু ভাই, সামু মডুকে ধন্যবাদ আমার পাসওয়ার্ডখানা পুনরুদ্ধার করে দেবার জন্য। শুভকামনা নিরন্তর।
বিঃদ্রঃ এই পোষ্টে ব্যাবহৃত ছবিখানা গুগুল মামা হতে নেওয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২১