ওয়েবসাইট, ব্লগ, পত্রিকা, ই-কমার্স করার জন্য আপনার শুধুমাত্র লাগবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং। আর লাগবে সাইট ডিজাইন করা। এটা কাউকে দিয়ে করাতে পারেন কিংবা নিজেও করতে পারেন। আসুন বিস্তারিত জানি।
ডোমেইন কি ?
আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে । ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন। এই ডোমেইন আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে।
হোস্টিং কি ?
আপনার ওয়েবসাইটটিকে যদি তুলনা করা হয় আপনার প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হিসাবে, তবে তার তথ্য বা কনটেন্ট হবে এর আসবাবপত্র । আর ওয়েবসাইট ডেভেলপ করাকে তুলনা করা যাবে বাড়িটি তৈরি করার সাথে । সেক্ষেত্রে ওয়েবসাইট হোস্টিংকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা কেনা এবং সে জায়গায় বাড়িটি তৈরি করার সাথে । তবেই ভিজিটররা ওয়েবসাইটি ব্যবহার করার সুজোগ পাবে ।
কিনবেন কীভাবে?
এখন কথা হল সবই তো বুজলাম কিন্তু কিনবো কীভাবে।
অনেকগুলা কোম্পানি আছে তাদের কাছ থেকে কিনতে পারেন। আমি নিজে দেশী হোস্টমাইট এর থেকে নিয়েছি এবং আমার কাছে সেটা বেশ ভালো লেগেছে।
।তাদের সার্ভিস দেখে চাইলে hostmight.com
(২য় পর্ব আসছে.........)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫