তাজা লাশ দেখে এলাম, একটি দূর্ঘটনা! একটি পরিবারের আহাজারি!!!!
স্থানঃ ফার্মগেট, তারিখঃ ১১.০৫.১৩, সময়ঃ বিকাল ৫:৩০
চারিদিকে শুধু লাশ আর লাশ! রক্ত আর রক্ত!!
সাভারেও লাশ, মতিঝিলেও লাশ, মিশিলে লাশ, অবস্থানে লাশ, গাড়িতে লাশ, বাড়িতে লাশ।
চারিদিকে শুধু গুম আর গুম,
জলজান্ত মানুষ গুম, রাত গুম, ঘুম গুম। এখন আবার লাশ গুম, গুম আর গুম।
লাশ আর গুম -এ মিলে আজ লাশও গুম হচ্ছে।
ফেসবুকঃ
চারিদিকে শুধু Status আর Status, Status আর Status,
লাশের পোস্ট, গুমের পোস্ট, লাশ-গুমের পোস্ট..........!!!
হঠাৎ বন্ধ হয়ে গেলো পিসি...!!!!
আইপিএসের বিকট শব্দে বিকল হওয়ার কারণ....!!!!
চারিদিকে গন্ধ আর গন্ধ, সাথে বিকট শব্দ...!!!
বাহিরে মানুষের ভিড় আর ভিড়! ভিড় আর ভিড়!!
আহ! এখানেও লাশ!!!!
অফিসের ভিতর যখন এই অবস্থা বিকট শব্দে বন্ধ হয়ে গেল পিসি...
বাহিরে তখন দূর্ঘটনার সংঘঠন!!
এখানেও লাশ....! আর কত লাশ দেখতে হবে।
সংবাদঃ আরেক পরিবারের জন্য শোকের সংবাদ! আরেকটি মৃত লাশের সংবাদ!!
অফিস থেকে বেড়িয়ে দেখি লাশ
আমাদের অফিসেরই চার তলা,
কাজ করছিল কিছু রাজশ্রমিক চার তলায়
রাস্তার পাশ ঘেষে ইলেক্ট্রিসিটির থাম...
তার নিচেই রডের ইস্তুপ
নেই কোন নিরাপত্বা ব্যবস্থা
উঠনো হচ্ছে রড….
পক্ষান্তরে নামানো হচ্ছে লাশ!!!!!
হায়! ওরা বোঝে না লাশ তো নামানোর কোন প্রয়োজনই নেই। হাই ভোল্ডেজ সক সাথে ছিটকে রাস্তার রডের উপর পরা। নিমিশেই লাশ। জীবন্ত তাজা লাশ! মাথা থেতলে ফিনকি দিয়ে তাজা খুন!!! জীবন্ত নয় লাশের তাজা খুন!!! কি মর্মান্তিক বিদায় যাত্রা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!!!!
অবশ্য সবাই ব্যস্ত তাদের মুঠোফোনের ক্যামেরা নিয়ে, "স্মাইল! ৪ ৩ ২ ১ স্ন্যাপ!"
হায় মানবতা!!
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৪
১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০ ০