সকলের ভালোবাসা জোছনায় ঢালো,
জানি তুমি- চাঁদ থেকে ছেড়ে আসা আলো।
আমি সেই সূর্যের- ফেলে আসা আলো,
পাতা জুড়ে পড়ে আছি, প্লিজ- চোখ মেলো!
স্বপ্নরা ছেড়ে যায়- পড়ে থাকি ঘুমে,
বেঁচে নেই- এই দেখো, মৃত্যুকে চুমে...!
চিৎকার গিলে খাই- সহ্যের ছলে,
প্রাণহীন পড়ে রই- মৃত কোলাহলে।
ফুল নেই কাফনেতে অশ্রুর দাগ,
হাত পাতো- এই নাও, মৃত্যুর- ভাগ।
জাদুকর মৃত ভেবে- ফেলে গেছে পাহাড়ে
গল্পের ঝর্নারা, বলে উঠে- আাহারে!
একা হও একা হও- একা হয়ে যাও,
হাত মাথা খুলে রাখো- খুলে রাখো পাও।
সাপের জগতে আমি, অসহায় ব্যাঙ,
কেউ তাই মাথা খায়- কেউ খায় ঠ্যাং।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭