বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের।
এ দলের প্রতিষ্ঠয়তা মাওলানা এস এম ফজলুল করিম যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ফতোয়া দিয়েছিলেন যে-- বাংলাদেশের মেয়েরা হচ্ছে ”গনিমতের মাল” মাওলানা নিজ হাতে অনেক মুক্তিযোদ্ধা ও হিন্দুদের জবাই করে নদীতে ফেলে দিয়েছে ও মাটিচাপা দিয়েছে।
সুত্র- ৭১ এর যুদ্ধপরাধীরা কে কোথায়।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রতিবাদ:
”ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর বাংরাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইতিহাসকে অস্বীকার করার শামিল
সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের নাম পরিবর্তনের একটি প্রস্তাব উত্থাপন করেছে। তারা দাবি করেছে, বাংলাদেশ নামটির পরিবর্তে “বাংলা” নাম রাখা হোক, কারণ “বাংলাদেশ” নাকি ইসলামবিরোধী। এই ধরণের বক্তব্য ও প্রস্তাব শুধু অবিবেচক নয়, বরং আমাদের জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি চরম অবমাননাকর।
১৯৭১ সালে বাঙালি জাতি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তা ছিল আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। এই যুদ্ধে ইসলামী আন্দোলনের পূর্বসূরি দল জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠনগুলো সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল। তারা আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হত্যা, সাধারণ মানুষকে নির্যাতন এবং ধর্ষণের মতো নৃশংসতায় জড়িয়ে পড়েছিল। আজ তাদের উত্তরসূরি সংগঠন যদি সেই অর্জিত রাষ্ট্রের নাম বদলাতে চায়, তবে সেটি আসলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার এবং পরাজিত অপশক্তিকে আবারও মাথা তোলার সুযোগ করে দেওয়া।
বাংলাদেশ শুধু একটি নাম নয় এটি একটি আদর্শ, একটি রক্তাক্ত ইতিহাসের ফসল। এই নামের পেছনে আছে লাখো শহীদের আত্মত্যাগ, মা-বোনের সম্ভ্রমহানি, এবং কোটি বাঙালির স্বপ্ন। যারা এই নামকে বদলাতে চায়, তারা আসলে সেই ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত।
আমরা সবাই জানি, স্বাধীন বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত হয়েছিল। কেউ চাইলে ধর্ম অনুযায়ী চলতে পারে, কিন্তু রাষ্ট্রের ভিত্তি হবে জনতার অধিকার ও মর্যাদার উপর। যারা ধর্মের নামে রাষ্ট্রের চরিত্র বদলাতে চায়, তারা শুধু বাংলাদেশের ইতিহাসের সাথে বেঈমানি করছে না, তারা আবারও এ দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।
আমরা এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই, এই ধরনের বক্তব্য যারা দেয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করার অধিকার কোনো সংগঠনের নেই। বাংলাদেশ ছিল, আছে এবং থাকবে এই নাম বদলানোর কোনো প্রশ্নই ওঠে না।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২২