এখন পাতাঝরা দিন। সবুজ পাতায় রঙ লেগেছে। ঝরাপাতাদের শরীরের ওপর লুটোপুটি খায় রোদ্রের ছায়া। পুরো প্রকৃতিতে এখন জীবনানন্দের প্রবল উপস্থিতি। কেমন এক বিষাদ মাখা আনন্দের ভেতর মায়াবী অন্ধকারের ঘোর লাগা হাতছানি। হেমন্তের শেষে শীতের আগমনী বার্তা। গাছে গাছে পাতাদের বিরহকাল। পাতাগুলো চলে যাচ্ছে ডাল ছেড়ে। রাস্তার দুই ধারে বিরহকাতর গাছ অশ্রুপাত করছে সবুজ পাতার শোকে। রাষ্ট্র সমাজ আর মানুষের মনেও চরম অস্থিরতা। ঠিক এমনই সময় কুয়াশার ভোরে একঝাঁক আলোর হাতছানি। জ্বী, আগামী ২০ ডিসেম্বর শুক্রবারের সামুর প্রাণের বীণার ঝংকার ধ্বনি মিলন মেলা। যেন অনেক বৃষ্টি ঝরে একমুঠো রোদ্দুর হয়ে হাতছানি দিয়ে ডাকছে- সৃষ্টি সুখের উল্লাসে। আরেকটা নতুন ভোর, নতুন সকালের শুরুর আঙিনায়।
সামহ্যোয়ার ইন ব্লগ- সামু, আমাদের আবেগ উচ্ছ্বাস আর ভালোবাসার বিমুগ্ধ আশ্রয়। সব মত, সব পথ এখানে এক সুরে গান গায়- বাঁধ ভাঙ্গার আওয়াজ তুলে। এখানের যাত্রীগুলো নদীর মতো ভাসে- ভাসায় পাললিক স্নিগ্ধতায়। আর সেই স্রোতের মোহনায় একসাথে শতপ্রাণ মিলিত হওয়ার অপেক্ষায় উদগ্রিব হয়ে প্রহর গুনছি প্রতিটি সামু অন্তপ্রাণ। আপনার আমার আমাদের সবার দীপ্ত কোলাহলে মুখরিত দিনের প্রত্যাশায়। এই মহতি আয়োজনকে সজীব প্রাণবন্ত আর স্মৃতির মনিকোঠায় চীরঅম্লান করে রাখার প্রদীপ্ত শপথে উজ্জীবিত রাখার মূলমন্ত্র হলো সকলের সক্রিয় অংশগ্রহন। সেই সাথে এই সুন্দর আয়োজন যেন এর ভবিষ্যত পথচলাকে সার্থক করে তার দিকে তাকিয়ে আমাদের সহযেগিতার হাতকে আরও প্রসারিত করার কথা যেন আমরা ভুলে না যাই।
সামু আমাদের সবার কাছেই সন্তানতুল্য। সন্তানের জন্ম আয়োজন সুন্দর ও সফল হোক সেটা আমাদের সকলের কাছেই- কাঙ্খিত। আমরা জানি আমাদের এই ব্লগে অনেক স্বচ্ছল ব্লগার রয়েছেন। সমাজের বিপন্ন সময় তাদের অনেকেরই সহযেগিতার হাত ধরে পাড়ি দিয়েছে। সামুর এই জন্মৎসোবের আলোকিত আয়োজনটিও সেই সকল ভাই- বোনদের সদয় ঔদার্যের পানে তাকিয়ে আছে। আশা করি আপনারা আমাদের নিরাশ করবেন না। সেই সাথে আমরা সবাই যার যার সামর্থের সবটুকু দিয়ে দ্রুত রেজিষ্ট্রেশনের কাজটি নির্ধারিত সময়ের দু- চার দশ দিন আগেই যদি সেরে ফেলে তবে মহতি আয়োজনের উদ্যোক্তারাও নির্ভার হয়ে তাদের কাজে মনোযোগি হতে সাহস পাবেন। সকলের কাছে তাই স্বনির্বন্ধ অনুরোধ, আসুন আমরা সবাই আমাদের নিবন্ধন আগে ভাগেই শেষ করি।আমরা যারা ম্যাগাজিনের জন্য লিখা পাঠাবো বলে মনস্থির করেছি- তারাও দ্রুত যেন আমাদের সেরা লিখাটি পাঠিয়ে দেই।
আমাদের সম্মিলিত ইচ্ছাগুলো আরে দ্রুত সংগঠিত হোক। সৃষ্টিকর্তা আমাদের সুন্দর চাওয়া গুলির সফল পরিনতি দান করুন। প্রাণের মেলা স্বার্থক আর সাফল্য মন্ডিত হোক। দেখা হবে সব গুণীদের সাথে ২০শে ডিসেম্বর সামুর প্রাণের মেলায়.....
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৮