শ্রীলঙ্কা সফরে নেই আশরাফুল
(কপি পেষ্ট ফ্রম-প্রথম আলো অনলাইন নিউজ)
মোহাম্মদ আশরাফুল আসন্ন শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে রাখা হয়নি মোহাম্মদ আশরাফুলকে। দলে নতুন মুখ মার্শাল আইয়ুব।
আজ সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন নির্বাচকেরা। শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। ৮ মার্চ গল টেস্ট দিয়ে শুরু হবে সফর। এর আগে ৩ মার্চ থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, এনামুল হক, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মমিনুল হক, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, সোহাগ গাজী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান, সাব্বির রহমান ও মার্শাল আইয়ুব।