১১৮৯ সাল।
অ্যাক্রে অবরুদ্ধ করেছে ক্রুসেডাররা। নগরের ভেতর ভেতরে কয়েকশ মুসলমান সৈন্য, দেয়ালের চারপাশে ক্যাথলিকরা। তাদের আবার ঘিরে রেখেছে সালাউদ্দীন এর সৈন্যরা।
ক্রুসেডাররা যখনই আক্রের নগরদেয়ালে হামলা তীব্র করে, সালাউদ্দীন তার ঘোরসওয়ারদের নিয়ে ক্রুসেডারদের পেছন দিকে হামলে পড়েন। ফলে আবারো হামলা গুটিয়ে নিতে বাধ্য হয় ক্রুসেডাররা-- এই ভাবে বছর বছর ধরে চলল অবরোধ।
লম্বা এই অবরোধে শত্রুরা অনেকেই পরস্পরের মুখ চেনা হয়ে গেল। দীর্ঘ ক্লান্তিকর যুদ্ধ। খাবার নাই। তাবুতে বাস। পানির সংকট। ব্যাধির আক্রমণ। মরিয়া দুইপক্ষ বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছে।
অভিয়ানের বর্ণনা দেয়া ক্রিশ্চান পাদ্রী লিখছেন, হঠাতই যুদ্ধ থামিয়ে সারাসেন আর ক্রিশ্চানরা হঠাত গল্প শুরু করত। পরস্পরের খোঁজ খবর নিত। গান গাইত। নাচত। তারপর আবার যুদ্ধ শুরু করত!
কি অদ্ভুদ এই যুদ্ধ। একপক্ষ আরেকপক্ষের বর্ণনায় লিখছে, ওরা যদি বিধর্মী না হত, তাহলে বলতাম ওরা আমার দেখা শ্রেষ্ঠ মানুষ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ বিকাল ৫:৩৪