আজন্ম প্রেমিকা
সে প্রেম সাধে, গ্রহণ করে না
শরীর জড়িয়ে জীবন জড়িয়ে রাখে, ভুলে যায় সংসার
সে তার সন্ততির হাতে
ভবিষ্যত তুলে দিয়ে অনিকেত পাথারে নৌকো ভাসায়, অপূর্ব সঙ্গমে
অদৃশ্য শেকলে আমার নোঙর
বেঁধে রাখে রাঙা চরণে তার। সে আমার আজন্ম প্রেমিকা, সমগ্র সত্ত্বার।
অমৃতদায়িনী
স্ত্রীরূপে করেছো সংসারী, প্রেমিকারূপে কবি
সংসার আর প্রেমের মাঝারে তুমি মনোজ্ঞ ছবি।
মার্চ ২০০৭
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮