আপনি কি এটা ভেবে কখনো অবাক হোন নি, যুগপৎ হতাশও, আমাদের তুলনায় ওদের ক্ষমতা কিছু বেশিই বরং! ওদের বয়স বাড়ে, বাড়ে ক্ষুধা আর ক্ষমতাও, আমাদের শিশুদের চেয়ে কিছু অধিক হারে।
ভাটার দিনে শুকনো চরে আটকে পড়া মুমূর্ষু মাছের মতো পানির পানে তাকিয়ে আমরা শুধু ছটফট করি। আর ওরা সাঁতার জানে, নেমে যাওয়া পানির সাথে স্বচ্ছন্দে হেসেখেলে নদীর গা ধরে শুয়ে থাকে। ওদের চোখে আমাদের প্রতি উপহাস আর বিদ্রূপের হাসি
ওরা কি অজর?
ব্যাকগ্রাউন্ডে আমাদের কান্না ভেসে বেড়ায়, ওরা শোনে না।