আজ বিজয় দিবস। আমাদের লিও ক্লাবে একটা সেমিনার ছিল এ দিবস উপলক্ষে। দেখালো একটি ডকুমেন্টারীও। দেখলাম খুব মনোযোগ সহকারে। বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম অন্যান্যদের ও শুনলাম। দেখলাম দেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা। বিশেষ করে গনতান্ত্রিক রাজনীতি। পথে রিক্সায় ভাবনায় পরলাম। হিসেব মিলানোর চেষ্টা করলাম----
১। কোন দলের মধ্যে সবচেয়ে বেশী গনতন্ত্র আছে?
২। কোন দলে চেয়ারপারসন বা সভাপতির পদে পরিবর্তন হয়?
৩। কোন দলে প্রতি বছর কাউন্সিল হয়?
৪। কোন দলের বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ নেই।
৫। কোন দলের মধ্যে নেতৃত্ব নিয়ে কোন ঝগড়া নেই?
৬। কোন দলের নেতারা মন্ত্রিত্ব পাওয়া সত্বেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন দূর্নীতির অভিযোগ নেই।
৭। কোন দলের ছাত্র সংগঠন সবচেয়ে স্বাধীন?
৮। কোন দল তাদের দল চালায় নিজেদের অর্থ দিয়ে?
৯। কোন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোন টেন্ডারবাজীর অভিযোগ নেই?
১০। কোন দলে প্রতিটি ইউনিয়ন পর্যন্ত তাদের পূর্ণঙ্গ কমিটি রয়েছে?



খুবই আশ্চর্যজনক হলেও সত্যি যে এগুলো রয়েছে একমাত্র স্বাধীনতা বিরোধী জামাতের মধ্যে। আমাদের যেসব দল যারা স্বাধীনতার সংগ্রাম করেছে তাদের কোনটির মধ্যে এই ১০ টি বৈশিষ্টের একটিও নেই।