আপনাদের কলমের সেই শক্তি আবারো ব্যবহারের জন্য আমরা হাতে নিয়েছি পরবর্তী প্রকাশনার কাজ। বিদ্যানন্দের খরচে নবীন-প্রবীণদের লেখা নিয়ে কাব্য ও গল্পগ্রন্থ কিছুদিনের মধ্যে প্রকাশিত হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক নিশ্চিত করতে। তাঁদের জন্য কি আরেকবার কলম ধরতে পারবেন না? পাঠাতে পারবেন না আপনার সেরা লেখাগুলো ৩১শে মার্চের মধ্যে? অনুগ্রহ করে এগিয়ে আসুন, একহ সাথে অন্যকে উৎসাহিত করুন এই মহৎ কাজে সামিল হতে।
# লেখা পাঠানোর নিয়মাবলী (লেখার মানের উপর প্রতিটি নিয়মে ছাড় দেয়া হবে)-
১/ নবীন, প্রবীণ যে কেউ যে কোন ক্যাটেগরিতে লেখা জমা দিতে পারবে। একজন ৩ টি কবিতা আর ১টি গল্প পাঠাতে পারবেন। ভালো হলে সব লেখাই ছাপা হতে পারে।
২/ গল্প ২৫০০ শব্দের মধ্যে হলে ভালো। যত বড় লেখা তত ভালো মানের যাতে হয়।
৩/ প্রিন্টে প্রকাশিত লেখা গ্রহণ করা হবে না। অনলাইনে প্রকাশ বিবেচনা করা হবে, নতুন লেখা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
৪/ লেখা বাছাইয়ের ক্ষেত্রে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত ।
৫/ চলমান রাজনীতি, ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে, বাংলিশ এবং অশ্লীল শব্দের লেখা বাতিল করা হবে। অনুবাদ না হলেই ভালো।
৬/ ৩-৪ লাইনের কবিতা কিংবা ১০০ লাইনের কবিতা ছাপার মতো সাহস আমাদের এখনো হয় নি।
৭/ বানানে একটু দক্ষতা রাখবেন বলে আশা করি। বিচারকরা এটিকে দুর্বলতা ধরে ভালো লেখাতেও দুর্বল নাম্বার দেয়।
৮/ ইচ্ছামতো নতুন শব্দ ব্যবহার না করাই ভালো।
৯/ লেখা ইমেইলে (ঠিকানাhelp@bidyanondo.org">-help@bidyanondo.org) পাঠানো যাবে। মেইলের বডিতে কিংবা ফাইলে। তবে লেখার উপর গল্প কিংবা কবিতার নাম, নিজের পূর্ণ নাম, বইতে প্রকাশিত নাম, মোবাইল নাম্বার, ইমেইল আর ফেইসবুক আইডির লিঙ্ক দিতে হবে।
১০/ ফেইসবুকে লেখা জমা দিতে বিদ্যানন্দের আই ডি (fb.com/bidyanondo.bidyanondo.1) কে ফ্রেন্ড হিসেবে যোগ করে নিন তারপর ওয়ালে আপনার লেখা প্রকাশ করুন। সাথে নিজের পূর্ণ নাম, মাবাইল নাম্বার, ইমেইল দিতে ভুলবেন না।
গতবারের মতো এবারেও লেখক, কবিকে কোন অর্থ দিতে হবে না। তবে লেখক-কবিকে ২ কপি বই কিনে নিয়ে বিদ্যানন্দের ৩০০ শিশুদের ঈদের হাসি নিশ্চিত করতে অনুরোধ করবো। যারা বিদ্যানন্দের অনুদানে একক বই প্রকাশ করতে চান তাঁদেরকে আমাদের ইনবক্সে ম্যাসেজ করতে অনুরোধ করা হচ্ছে। এই নিয়ে আরেকটি পোস্ট দেয়া হয়েছে এই ইভেন্টে।
অনুগ্রহ করে আপনার পরিচিত সকল কবি লেখককে এই ইভেন্টে আমন্ত্রণ জানিয়ে ভালো লেখা সংগ্রহে সহযোগিতা করুন।
বিদ্যানন্দকে আরও ভালোভাবে জানতে, ক্লিক করুন এই লিংকে;_
https://www.facebook.com/events/1554629101454392/
কিছু বিষয় উল্লেখ করি লেখা বাছাইয়ের সম্ভাব্যতা বাড়ানোর জন্য। বইয়ের আকারের কোন সীমাবদ্ধতা নেই, তাই ভালো লেখা বাদ দেয়ার কোন ইচ্ছা আমাদের নেই। আশার কথা হলো খুবই ভালো মানের কিছু লেখা ইতিমধ্যে জমা হয়েছে...
১। অপ্রকাশিত লেখায় আমাদের ঝোঁক বেশি।
২। আর খুব ছোট আকারের গল্প দিবেন না
৩। গল্পের আকার খুব বড় হলে, মানের ব্যাপার নিশ্চিত করুন
৪। বানানের দিক খেয়াল রাখুন
অভ্রতে লেখা দিলে ভালো হয়। লেখা ইমেইলে (help@bidyanondo.org) কিংবা বিদ্যানন্দের আই ডি (fb.com/bidyanondo.bidyanondo.1) এর ওয়ালে পোস্ট দিলে হবে)।
লেখা কবিতা বাছাই হবার পর আমরা লেখক কবিদের নিয়েই প্রুফ রিডিং করবো, তাই আপনার নাম্বার, ইমেইল দিতে ভুলবেন না।