ভুটা-ভুটি শেষ হইয়া ২ মাস যাইতারলনা, এরমধ্যেই যা লাউ তাই কদু অবস্হা।
১) নামকরণ যন্ত্রণা আবার শুরু হইছে।
২) বিনপি হরতাল দেওয়ার জন্য উশখুশ করতাছে।
৩) পুলটিশিয়ানরা দেশের সোনা, তাই উনাগোর এগিন্সটে কেস করা নিষিদ্ধ হইতাছে।
৪) মুন্ত্রীরা গলাবাজি/দখলবাজি করতাছে।
৫) অস্ত্র নিয়া দেশের ভবিষ্যতরা রাস্তায় মহড়া দিতাছে।
৬) সুংসদরা আপসেট, কারণ তাদের ক্ষমতা কমে যাইতাছে। পয়সা খাইতে পারব না এই কারণে।
এরই মদ্যে একজন দিন বদলের গান শুনাইতেচে। আর আমরা বেকুব জনগণ এই তামশা দেখতাছি আর ডুগডুগি বাজাইতেছি। আজম গুরুরে লিরিক বদল কইরা আরেকটা "বাংলাদেশ" গান রিলিজ দেওয়ার জন্য অনুরুধ করব বইলা ভাবতাছি।