এক জার্মান মুসলিম পণ্ডিত কে জিজ্ঞাসা করা হয়েছিল সন্ত্রাসবাদ ও ইসলাম সম্পরকে, উত্তর তিনি বলেছিলেন : কে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করে? মুসলিম?
কে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে? মুসলিম?
কে অস্ট্রেলিয়া প্রায় 20 লক্ষ আদিবাসী হত্যা করে? মুসলিম?
কে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমানবিক বোমা পাঠায়? মুসলিম?
কে ১০ কোটির বেশী ইন্ডিয়ানদের হত্যা করে উত্তর আমেরিকায়? মুসলমি?
কে ৫ কোটির বেশী ইন্ডিয়ানদের হত্যা করে দক্ষিণ আমেরিকায়? মুসলমি?
কে ১৮ কোটি আফ্রিকানকে ক্রীতদাস হিসাবে নিয়ে গিয়েছিল এবং তাদের ৮৮% মারা যায় যাদের লাশ আটলান্টিক মহাসাগর ফেলে দেয়া হয়েছিল? মুসলিম? না, তারা মুসলিম ছিলেন না! সর্বপ্রথমে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে সন্ত্রাসবাদের সংজ্ঞা কি? যদি কোন নন মুসলিম কোন খারাপ কাজ করে থাকে তাহলে সেইটা হল অপরাধ কিন্তু যদি সেই অপরাধটাই কোন মুসলমান করে থাকে তাহলে সেইটা হল সন্ত্রাসবাদ সুতরাং প্রথমে এই দ্বি মুখী নীতি বন্ধ করুন তারপর আসল কথায় আসুন ।
তথ্য: ইন্টারনেট।