আজ ২৮ শে অক্টোবর। মানবের ইতিহাসে একটি বিশেষ দিন।
তাই এইদিন নিয়ে বেশি কিছু বলার নেই- শুধু জানি যেসব মুসলমান ভাইয়েরা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে জামাতের নির্দেশে জীবন দিয়েছেন, তাদের রুহে আজ শোকের মাতম। কারন তাদের প্রাণপ্রিয় জামাত তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, জামাত এখন আর আল্লাহর দল নয়। ক্ষমতার লোভের কারনে জামাত ভুলে গেল সেইসব মুসলমান ভাইদের আত্মদান, এমনকি ভুলে গেছে আল্লাহর নাম । আর সেই মুসলমান ভাইয়েরা পরকালে গিয়ে বুঝতে পেরেছেন জামাত তাদেরকে বিভ্রান্তকারী, ব্যবহারকারী এবং ইসলামকে নিয়ে ব্যবসাকারী একটি দল - যাদের কারনে তাদের ইহকাল ও আখেরাত দুই জাহানই আজ নষ্ট।
সেইসব আত্মত্যাগী শহীদ (!) মুসলমান ভাইয়েরা, নি:সন্তান হয়ে যাওয়া সেইসব মুসলমান ভাইদের মাতা ও পিতারা, ভাত্বৃহারা মেহজাবীন বোনেরা - যারা কোন দিন ক্ষমতার মসনদে বসার লোভে জামাত করেনি, যারা বিএনপি আ লীগের পা চাটার জন্য জামাত করেনি, যারা টাকার খেলায় ঘুনে ধরা রাজনীতির বিষ পান করার জন্য জামাত করেনি - কি জবাব দেবে তারা যখন আল্লাহ নিজ হাতে তাদের নাম থেকে শহীদ শব্দটি মুছে দেবেন, হয়ত তাদের নিঃক্ষেপ করবেন পথভ্রষ্টদের জন্য তৈরী করা আগুনে এবং বলবেন -
"বল হে বান্দা, তোমার নেতা কি সেই যে মানুষের ক্ষমতার লোভে আল্লাহর নাম মুছে দিয়েছিল, তোমার দল কি সেই দল যে ইসলাম প্রতিষ্ঠা করার অংগীকার করে সেই আমানতের খেয়ানত করেছিল , তোমার আদর্শ কি সেই আদর্শ নয় যারা মুমিনের কাছে বলে - আমরা ইসলামের সাথে আছি আর তারপর তাদের পবিত্র গ্রন্থ থেকে আল্লাহর নাম মুছে দেয়। অতঃপর প্রমানিত হল - তোমার নেতা, তোমার দল, তোমার আদর্শ - মুনাফেক এবং এও প্রমানিত হল - নিঃশ্চয়ই তা আল্লাহ প্রদর্শিত পথ নয়।"
আল্লাহ সর্বজ্ঞানী ও সূক্ষ্ণ বিচারক।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৬